Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Pakistan Cricket

বিশ্বকাপের আগে ঘোর সমস্যায় বাবরের পাকিস্তান, নাসিমের পর এ বার এক ব্যাটারও হাসপাতালে

শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে ষষ্ঠ টি-টোয়েন্টি ম্যাচে ১৪ বলে ১৮ রান করেন হায়দার। এরপর সাজঘরে ফিরে তিনি অসুস্থ বোধ করেন। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি আর ফিল্ডিং করতে পারেননি।

চিন্তায় পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

চিন্তায় পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২২ ১৪:৫৯
Share: Save:

নাসিম শাহের পর হায়দার আলি। পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের আরও এক ক্রিকেটারকে হাসপাতালে ভর্তি করানো হল। তিনিও সংক্রমণে আক্রান্ত।

শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে ষষ্ঠ টি-টোয়েন্টি ম্যাচে ১৪ বলে ১৮ রান করেন হায়দার। এরপর সাজঘরে ফিরে তিনি অসুস্থ বোধ করেন। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি আর ফিল্ডিং করতে পারেননি।

মঙ্গলবার বিকেলে অসুস্থ বোধ করেন নাসিম। প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল যে বুকে সংক্রমণ এবং নিউমোনিয়া হয়েছে। নাসিমের জ্বরও এসেছিল। ডেঙ্গিতেও একই রকম উপসর্গ থাকায় এবং করাচিতে ডেঙ্গির সংখ্যা বাড়তে থাকায় সেই পরীক্ষাও করানো হয়। শেষে দেখা যায়, নাসিমের কোভিড হয়েছে। তবে তাঁকে বৃহস্পতিবারই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ফিরে এসেছেন হোটেলে। বাকিদের থেকে আলাদা করে রাখা হয়েছে।

আগামী সোমবার পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে নিউজ়িল্যান্ড যাবেন নাসিম শাহ। তার আগে বাড়িতে দু’দিন বিচ্ছিন্নবাসে থাকতে হবে তাঁকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর খেলতে সমস্যা নেই। পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ‘নাসিম আগের থেকে ভাল অনুভব করছে এবং দ্রুত সুস্থ হয়ে উঠছে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজ়িল্যান্ডে একটি ত্রিদেশীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বাবররা। পাকিস্তান, নিউজ়িল্যান্ড ছাড়া খেলবে বাংলাদেশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE