দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন হার্দিক পাণ্ড্য। চোট সারিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার জন্য প্রস্তুত ভারতীয় দলের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার। ভারতীয় দলে ফেরার আগে ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে হার্দিককে।
গত এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে চোট পেয়েছিলেন হার্দিক। পাকিস্তানের বিরুদ্ধে ফাইনাল খেলতে পারেননি। তার পর আর কোনও ম্যাচ খেলতে পারেননি অলরাউন্ডার। বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেন্টার অফ এক্সেলেন্সে যান চোট সারাতে। বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের সদস্যদের তত্ত্বাবধানে কিছু দিন ছিলেন তিনি। চোটমুক্ত হওয়ার পর সেখানেই চলে তাঁর রিহ্যাব পর্ব। বিসিসিআই সূত্রে খবর, কয়েক দিনের মধ্যেই হার্দিককে ফিট ঘোষণা করতে পারে বোর্ডের মেডিক্যাল টিম।
আরও পড়ুন:
ম্যাচ খেলার অনুমতি পেলে হার্দিক বডোদরার হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলতে পারেন। ২৬ তারিখ থেকে শুরু হবে প্রতিযোগিতা। সে দিনই আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারেন তিনি। বডোদরার ম্যাচগুলি হবে হায়দরাবাদে। বডোদরার হয়ে খেলার পর হার্দিক সম্ভবত বিশ্রামের সুযোগ পাবেন না। তাঁকে যোগ দিতে হবে ভারতীয় শিবিরে। ৩০ নভেম্বর থেকে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা এক দিনের সিরিজ়। তিন ম্যাচের এক দিনের সিরিজ়ের পর রয়েছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়। এই দুই সিরিজ়েই খেলতে পারেন হার্দিক।