দুরন্ত অ্যামিলিয়া কের (৩৮ রানে ৫ উইকেট)। পাশাপাশি ব্যাট হাতে দাপট হেইলি ম্যাথেউজ় (৪৬ বলে ৬৮ রান)-এর। দুই তারকার সাহায্যে বৃহস্পতিবার ডব্লিউপিএলে মুম্বই ইন্ডিয়ান্স ৬ উইকেটে হারাল ইউপি ওয়ারিয়র্জ়কে।
তবে ব্যাট করতে নামার সময় জর্জিয়া ভল (৩৩ বলে ৫৫)-এর প্রথম ডব্লিউপিএল অর্ধশতরানের সাহায্যে শুরুটা ভালই হয়েছিল ইউপি-র। কিন্তু অ্যামিলিয়ার দাপটে ১৫০-৯ স্কোরে আটকে যায় ইউপি।
একটা সময় ৭.৫ ওভারে ৭৪-০ স্কোর ছিল ইউপির। ভল ও গ্রেস হ্যারিস দ্রুত গতিতে রান তুলছিলেন। তখন মনে হচ্ছিল ইউপি ২০০-র বেশি রান তুলে ফেলবে। নিজের পরিচিত ওপেনারের ভূমিকায় তাঁকে নামানোর পরেই স্বচ্ছন্দে রান তুলছিলেন ভল। এক সময় অ্যামিলিয়ার ওভারে পরপর তিনটি বাউন্ডারিও মারেন তিনি। কিন্তু এর পরেই মুম্বই পাল্টা আক্রমণ শুরু করে। ১৪ বলের মধ্যে তিনটি উইকেট তুলে নেয় মুম্বইয়ের বোলাররা।
হেইলি ম্যাথেউজ (২-১৭) ফেরান হ্যারিসকে (২৫ বলে ২৮)। কিরণ নবগির ফিরে যান কোনও রান না করেই অ্যামিলিয়ার বলে। দুরন্ত ছন্দে থাকা ভল এর পরে আউট হন। ন্যাট সিভার ব্রান্টের স্লোয়ার বুঝতে না পেরে বোল্ড হয়ে যান তিনি। শেষ ওভারেও দুটো উইকেট তুলে নেন অ্যামিলিয়া। ডব্লিউপিএলে এটাই তাঁর সেরা বোলিং। ১৫তম ওভারে অ্যামিলিয়া দীনেশ বৃন্দা (১২ বলে ১০) ও শিনেল হেনরিকে (২ বলে ৬) আউট করে ধাক্কা দেন ইউপিকে।
জবাবে ব্যাট করতে নেমে ম্যাচের সেরা হেইলির পাশাপাশি ন্যাট সিভার ব্রান্টও রান পান। তিনি করেন ২৩ বলে ৩৭। এই জয়ের পরে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মুম্বই।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)