এক দিনের সিরিজ় জয়ের পর হালকা মেজাজে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজ়ে চুনকাম হওয়ার পরের গুমোট ভাব উধাও। দলকে মাতিয়ে রেখেছেন দুই সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলি এবং রোহিত শর্মা। শনিবার খেলা শেষ হওয়ার কোহলির সঙ্গে মজা করতে গিয়ে নিজেই ‘ট্রোলড’ হলেন অর্শদীপ সিংহ।
বেশ কিছু দিন ধরে সতীর্থদের নিয়ে মজার ভিডিয়ো তৈরি করছেন অর্শদীপ। কখনও কখনও একাই ভিডিয়ো বানাচ্ছেন। ক্রিকেটপ্রেমীদের একাংশের কাছে সেগুলি জনপ্রিয়ও। শনিবার সিরিজ় জয়ের পর কোহলিকে নিয়ে তেমনই একটি ভিডিয়ো তৈরির চেষ্টা করেন অর্শদীপ। ৬৫ রানে অপরাজিত থাকা প্রাক্তন অধিনায়ককে অর্শদীপ বলেন, ‘‘পাজি রানটা কম ছিল। না হলেও আজও শতরান নিশ্চিত ছিল।’’ একটু সময় নিয়ে হাসতে হাসতে বলেন, ‘‘আজ আমরা টস জিতে গিয়েছি তাই। না হলে তোরও শতরান নিশ্চিত ছিল।’’ কোহলি বোঝাতে চেয়েছেন, বিশাখাপত্তনমের ম্যাচে ভারত পরে বল করলে অর্শদীপ তাঁর ১০ ওভারে ১০০ রান দিতে পারতেন। কোহলির সঙ্গে অর্শদীপের মজার এই ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
আরও পড়ুন:
অর্শদীপ এর পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় খেলবেন। কোহলি দিল্লির হয়ে খেলবেন বিজয় হজারে ট্রফি। তার পর নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় খেলবেন দেশের হয়ে।