Advertisement
E-Paper

পাক-আফগান সম্পর্ক আরও উত্তপ্ত! ‘অল্প খেলেই মাথা ঘুরে গিয়েছে’, নবিদের নিয়ে ফুঁসছেন মিয়াঁদাদ

সুপার ফোরের ম্যাচের পর থেকেই উত্তপ্ত পাক-আফগান ক্রিকেট সম্পর্ক। দু’দেশের প্রাক্তনরাই পরস্পরের দিকে তোপ দাগছেন। এ বার আফগান ক্রিকেটারদের এক হাত নিলেন তাঁদের প্রাক্তন কোচ।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ ১৭:০২
আসিফ এবং ফরিদের মধ্যে গন্ডগোলের সেই মুহূর্ত।

আসিফ এবং ফরিদের মধ্যে গন্ডগোলের সেই মুহূর্ত। ফাইল ছবি।

পাকিস্তান-আফগানিস্তান বিতর্ক থামছেই না। এশিয়া কাপ ফাইনালের আগে আফগান ক্রিকেটারদের এক হাত নিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ। মাঠে আফগান ক্রিকেটারদের শব্দ ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

এশিয়া কাপের সুপার ফোরের খেলার মধ্যেই গন্ডগোলে জড়ান পাকিস্তানের আসিফ আলি এবং আফগানিস্তানের ফরিদ আহমেদ। তার পর থেকেই উত্তপ্ত পাক-আফগান ক্রিকেট সম্পর্ক। সেই ঘটনা নিয়েই ক্ষোভপ্রকাশ করেছেন মিয়াঁদাদ। ১৯৯২ বিশ্বকাপ জয়ী দলের সদস্য বলেছেন, ‘‘পাকিস্তান বেশ ভাল খেলেছে। ওরা যে দলকে (আফগানিস্তান) হারিয়েছে, তাদের আচরণে আমি হতাশ। ওদের ব্যবহার এখন বেশ খারাপ হয়ে গিয়েছে। আমরাই ওদের ক্রিকেটের মানচিত্রে নিয়ে এসেছিলাম। ওরা পাকিস্তানে অনুশীলন করত। অথচ ওদের মুখের ভাষা দেখুন! কত বয়স ওদের? তেমন টেস্ট ক্রিকেটও খেলেনি ওরা। এতেই ওদের মাথা ঘুরে গিয়েছে?’’

এক সময় আফগানিস্তানকে কোচিং করিয়েছেন মিয়াঁদাদ। সে কারণেই আফগান ক্রিকেটারদের আচরণ তাঁকে আরও বেশি বিস্মিত করেছে। পাকিস্তানের প্রাক্তন ব্যাটার বলেছেন, ‘‘পাকিস্তান ওদের সঙ্গে ২০ বছর ক্রিকেট খেলছে। ওরা পাকিস্তানে এসে খেলেছে। এখানেই খেলাটা শিখেছে। আমি তার সাক্ষী। ওদের কোচিং করিয়েছি। ওদের আচরণ দেখে অবাক হয়ে গিয়েছি। ওরা কি নিজেদের বড় তারকা ভাবতে শুরু করেছে।’’

চাঁচাছোলা ভাবে মিয়াঁদাদ বলেছেন, ‘‘ওদের ক্রিকেট এখনও কিছুই না। কী ভাবে খেলতে হয়, শিখতে হবে ওদের। অনেক শেখা বাকি। ক্রিকেটকে আগে কিছু দিক। ওরা যদি সত্যিই শিখতে চায়, বিনয়ী হয় এবং প্রতিপক্ষকে সম্মান করে, তা হলে উন্নতি করতে পারবে। না হলে ওরা এমন জঘন্য ক্রিকেটই খেলবে।’’

Asia Cup 2022 Javed Miandad Afghanistan Cricket Pakistan Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy