Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Asia Cup 2022

ক্রিকেটে গুন্ডামির জায়গা নেই! পাক সমর্থকরা মার খাওয়ায় হুঁশিয়ারি ক্ষুব্ধ রামিজের

দেশের সমর্থকদের মার খাওয়া মেনে নিতে পারছেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা। আফগানিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

পাকিস্তান-আফগানিস্তান ম্যাচে হাতাহাতির ঘটনায় ক্ষুব্ধ রামিজ।

পাকিস্তান-আফগানিস্তান ম্যাচে হাতাহাতির ঘটনায় ক্ষুব্ধ রামিজ। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২২ ২০:১৫
Share: Save:

আফগানিস্তানকে হারানোর পরে তাদের সমর্থকদের হাতে পাকিস্তানের সমর্থকদের মার খাওয়া মেনে নিতে পারছেন না রামিজ রাজা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন, তাঁরা চুপ করে বসে থাকবেন না। আইসিসির কাছে অভিযোগ করবেন। কারণ, ক্রিকেট ভদ্রলোকের খেলা। সেখানে গুন্ডামির কোনও জায়গা নেই।

পাকিস্তান-আফগানিস্তান ম্যাচের পরে জানা গিয়েছিল, এই ঘটনা নিয়ে কড়া পদক্ষেপ করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে সে কথাই জানান রামিজ। বলেন, ‘‘ক্রিকেটে গুন্ডামির কোনও জায়গা নেই। আফগানিস্তানের ক্রিকেটার ও সমর্থকদের উচিত নিজেদের আবেগ নিয়ন্ত্রণে রাখা। দুটো দলই দারুণ লড়াই করেছে। তার পরে এই দৃশ্য দেখতে ভাল লাগে না। আমরা চুপ করে থাকব না।’’

এই প্রথম পাকিস্তান ও আফগানিস্তানের সমর্থকরা হাতাহাতিতে জড়ালেন, তা নয়। এর আগে ২০১৯ সালের এক দিনের বিশ্বকাপ ও গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও দু’দলের মধ্যে খেলার সময় সমর্থকরা ঝগড়ায় জড়ান। বার বার এই ঘটনা বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন রামিজ। তিনি বলেন, ‘‘এটা ক্রিকেটের পক্ষে ভাল বিজ্ঞাপন নয়। এটা যে প্রথম বার ঘটল, তাও নয়। সবার সেটা লক্ষ্য রাখা উচিত।’’

সমর্থকরা আক্রান্ত হওয়ার ঘটনায় তাঁরা আইসিসির কাছে অভিযোগ করবেন বলে জানিয়েছেন রামিজ। তিনি বলেন, ‘‘আমাদের সমর্থকরা সব সময় দলকে সমর্থন করেন। ক্রিকেটাররাও সমর্থকদের মনে আনন্দ দেওয়ার জন্য খেলে। ওদের সুরক্ষার দায়িত্ব আমাদের। তাই আমরা আইসিসি, এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও সংযুক্ত আরব আমিরশাহি ক্রিকেট বোর্ডের কাছে অভিযোগ করব।’’

দলের ক্রিকেটারদের খেলায় খুশি হলেও যে ভাবে একের পর এক ক্রিকেটার চোট পেয়েছেন, সেটা মেনে নিতে পারছেন না রামিজ। দলের ম্যানেজমেন্টকে এই বিষয়ে প্রশ্ন করতে চান তিনি। রামিজ বলেন, ‘‘এখন পরিকাঠামো কত উন্নত। তাই ক্রিকেটারদের চোট পাওয়া ক্ষমাহীন অপরাধ। দল দেশে ফিরলে আমি ম্যানেজমেন্টকে এই বিষয়ে প্রশ্ন করব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE