Advertisement
০৫ অক্টোবর ২০২২
Virat Kohli

Virat Kohli: এশিয়া কাপের প্রস্তুতি শুরু করে দিলেন বিরাট, কী ভাবে

জিমে গা ঘামাচ্ছেন বিরাট। এশিয়া কাপে রানে ফিরতে মরিয়া তিনি। ছ’বছর পর এশিয়া কাপে খেলতে নামছেন।

বিরাট প্রস্তুতি চলছে।

বিরাট প্রস্তুতি চলছে। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২২ ২২:০৯
Share: Save:

বিরাট কোহলীর মাঠে নামার অপেক্ষায় সমর্থকেরা। ২৮ অগস্ট পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপে দেখা যাবে তাঁকে। পাকিস্তানের বিরুদ্ধে খেলা হলে বিরাটের ব্যাটে রান আসে। এশিয়া কাপের এই ম্যাচ দিয়েই বিরাট রানের খরা কাটাতে পারবেন কি না সেই প্রশ্নের উত্তর অজানা। কিন্তু সেই ম্যাচের আগে বিরাট প্রস্তুতি চলছে।

ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবোয়ের বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাটকে। এই সময়ের মধ্যে কিছু দিন ছুটি কাটিয়ে অনুশীলনে নেমে পড়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। মুম্বইয়ে অনুশীলন করছেন তিনি। সেখানকার জিমে ওজন তুলতে দেখা গেল বিরাটকে। গত বার এশিয়া কাপে খেলেননি। সে বার রোহিত শর্মার নেতৃত্বে এই ট্রফি জিতেছিল ভারত। সেই প্রতিযোগিতায় নামার জন্যই প্রস্তুতি নিচ্ছেন বিরাট।

আইপিএলেও ছন্দে ছিলেন না বিরাট। আন্তর্জাতিক ক্রিকেটেও সে ভাবে রান পাচ্ছেন না। এশিয়া কাপে তাঁর রানে ফেরার দিকে নজর রয়েছে সমর্থকদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.