গ্রুপ পর্বে পাকিস্তানকে সহজেই হারিয়েছে ভারত। রবিবার সুপার ফোরের ম্যাচে আবার তাদের প্রতিপক্ষ পাকিস্তান। এশিয়া কাপে দ্বিতীয় বার পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে প্রস্তুতি তুঙ্গে ভারতীয় দলে। এক দিন বিরতির পর অনুশীলনে নেমে পড়েছেন ভারতীয় ক্রিকেটাররা। সেখানেই নতুন রূপে দেখা গেল বিরাট কোহলীকে। বিশেষ মাস্ক পরে অনুশীলন করলেন তিনি।
পাকিস্তানের বিরুদ্ধে আগের ম্যাচে ৩৫ রান করেন কোহলী। পরের ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে অর্ধশতরান করেন। আবার পাকিস্তানের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগে নিজের সেরা ছন্দে থাকতে চান কোহলী। শুক্রবার অনুশীলনে তাঁকে হাই-অল্টিটিউড মাস্ক পরে থাকতে দেখা যায়। সাধারণত দৌড়বিদরা অনুশীলনে এই ধরনের মাস্ক ব্যবহার করে থাকেন, যাতে শ্বাসপ্রশ্বাস নেওয়ার ক্ষমতা বাড়ে।
এশিয়া কাপে অস্বস্তিকর গরমের মধ্যে খেলতে হচ্ছে প্রতিটি দলকে। ভারতের বিরুদ্ধে বল করার সময় পাকিস্তানের নাসিম শাহের পায়ের পেশিতে টান ধরে। এশিয়া কাপে পরের দিকের ম্যাচগুলিতে যাতে কোনও সমস্যা না হয়, তার জন্যেই কোহলী এই বিশেষ প্রস্তুতি নিলেন বলে মনে করা হচ্ছে।
When #TeamIndia hit 𝗨.𝗡.𝗪.𝗜.𝗡.𝗗! 👏
— BCCI (@BCCI) September 2, 2022
Time for some surf, sand & beach volley! 😎#AsiaCup2022 pic.twitter.com/cm3znX7Ll4
আরও পড়ুন:
দেড় মাস বিরতি নিয়ে ক্রিকেটে ফিরেছেন কোহলী। তার পর থেকে ছন্দেই দেখা যাচ্ছে তাঁকে। পাকিস্তানের বিরুদ্ধে এমনিই তাঁর রেকর্ড যথেষ্ট ভাল। ফলে রবিবার কোহলীর ব্যাট থেকে বড় রান দেখার আশায় রয়েছেন প্রত্যেকে।