শ্রীলঙ্কার কাছে এক দিনের সিরিজ়ে ০-২ ব্যবধানে হেরে গিয়েছে অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যা তাদের আত্মবিশ্বাসে ধাক্কা দিয়েছে। তার থেকেও বড় ব্যাপার, একটি লজ্জার নজিরও গড়েছে স্টিভ স্মিথের দল। এশিয়ার মাটিতে এই ফরম্যাটে সবচেয়ে কম রানে আউট হয়ে গিয়েছে তারা।
বৃহস্পতিবার আগে ব্যাট করে কুশল মেন্ডিসের শতরানের সৌজন্যে ২৮১/৪ তুলেছিল শ্রীলঙ্কা। জবাবে শুরু থেকেই উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। ১০৭ রানে অলআউট হয়ে যায় তারা। চারটি উইকেট নেন দুনিত ওয়েল্লালাগে। তিনটি করে উইকেট অসিতা ফার্নান্ডো এবং ওয়ানিন্দু হাসরঙ্গের। ২৫ ওভারও টেকেনি অস্ট্রেলিয়ার ইনিংস।
১০৭ রানই এশিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার সবচেয়ে কম রানের ইনিংস। এর আগে ১৯৮৫ সালে শারজায় ভারতের বিরুদ্ধে ১৩৯ রানই ছিল তাদের সর্বনিম্ন রানের ইনিংস। অবশ্য এই অস্ট্রেলিয়া দল ভাঙাচোরা। চোট-আঘাতে বিপর্যস্ত। উল্টো দিকে থাকা শ্রীলঙ্কা নেমেছিল পুরো শক্তির দল নিয়ে। সেটাই পার্থক্য হয়ে গিয়েছে।
আরও পড়ুন:
ম্যাচের পর অসি অধিনায়ক স্মিথ বলেছিলেন, “শেষ দুটো ম্যাচে ওদের সামনে আমরা দাঁড়াতেই পারিনি। তবে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। শ্রীলঙ্কার কৃতিত্ব প্রাপ্য। ওরা এই পিচে অনেক ভাল খেলেছে। ওদের বোলারেরা অসাধারণ বল করেছে। টেস্টে যে পিচে খেলেছিলাম তার থেকে এই পিচে বল পড়ে অনেকটাই পিছলে এসেছে। শ্রীলঙ্কায় বেশ মজার সময় কাটালাম। কয়েক সপ্তাহ সুন্দর কিছু স্মৃতি তৈরি হয়েছে।”