অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে একটিই ম্যাচ খেলল পাকিস্তান। সেই ম্যাচে হেরে গেলেও শাহিন আফ্রিদির উগ্র উচ্ছ্বাস দেখল লাহৌরের গদ্দাফি স্টেডিয়াম। সেই ম্যাচে এক ওভারে দুই উইকেট নিয়ে হুঙ্কার দিলেন আফ্রিদি।
১৮তম ওভারে বল করতে এসে প্রথমে ৫৫ রান করা অ্যারন ফিঞ্চকে ফিরিয়ে দেন আফ্রিদি। ছয় মারতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ দেন ফিঞ্চ। পরের বলেই তুলে নেন শন অ্যাবটের উইকেট। বোল্ড হয়ে যান তিনি। সেই উইকেট নেওয়ার পর হাত মুঠো করে মাটির দিকে ঘুষি মেরে উচ্ছ্বাস প্রকাশ করেন আফ্রিদি। যদিও ম্যাচ জিততে পারেনি তাঁর দল।
Shaheen gets Finch, again! #BoysReadyHain l #PAKvAUS pic.twitter.com/6KDBKqEeCq
— Pakistan Cricket (@TheRealPCB) April 5, 2022
What a sight! #BoysReadyHain l #PAKvAUS pic.twitter.com/4ZOTlBTk7j
— Pakistan Cricket (@TheRealPCB) April 5, 2022
প্রথমে ব্যাট করে ১৬২ রান করে পাকিস্তান। ৬৬ রান করেন বাবর আজম। সেই রান তাড়া করতে নেমে ১৯.১ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া। ৯ বলে ২৩ রান করেন মার্কাস স্টোইনিস।