Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Australia vs Pakistan 2022

Australia vs Pakistan 2022: পাকিস্তানে এসে দারুণ খাবার খেলাম, ‘কঠিনতম’ শতরান করে বললেন খোয়াজা

কামিন্স বললেন, “প্রথমে উইকেট পেতে সমস্যা হচ্ছিল। কিন্তু বল ৩০-৪০ ওভার পুরনো হলে তখন বোলাররা সুবিধা পাচ্ছিল। অস্ট্রেলিয়া অ্যাশেজে ভাল খেলেছে, এখানে এসেও ভাল খেলল। সোয়েপসন খুব বেশি উইকেট পায়নি। কিন্তু আমাদের বোলারদের মধ্যে ও অন্যতম। এখানে আমাদের খুব ভাল ভাবে স্বাগত জানানো হয়েছে। দারুণ অভিজ্ঞতা। লড়াই করার মতো পিচ দেওয়া হয়েছিল। জয়ের থেকে এগুলোই বেশি গুরুত্বপূর্ণ।”

—ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৫ মার্চ ২০২২ ১৮:২৯
Share: Save:

২৮ বছর পর পাকিস্তানে খেলতে এসে ফের সিরিজ জিতল অস্ট্রেলিয়া। সে বার জিতেছিল ১-০। এ বারেও ফল একই। লাহৌরের মাটিতে শুক্রবার সিরিজ জিতে কঠিন পিচের কথা বললেন উসমান খোয়াজা। অধিনায়ক প্যাট কামিন্স জয়ের থেকেও এগিয়ে রাখলেন পাকিস্তানে খেলার আনন্দকে।

সিরিজ সেরার পুরস্কার নিয়ে খোয়াজা বললেন, “প্রচুর আনন্দ করেছি। পাকিস্তানকে ধন্যবাদ, সমর্থকদের ধন্যবাদ। দারুণ খাওয়া দাওয়া হল। আজকের জয়টা শেষটা আরও মধুর করে দিল। আমার মনে হয় চারটি সেশনের জন্য ৩৫০ ভাল লক্ষ্য ছিল। এখানে ব্যাট করা খুব কঠিন ছিল। আমার ব্যাট করা সব চেয়ে কঠিন পিচ। সব থেকে কঠিন শতরান পেয়েছি এখানে।”

কামিন্স বললেন, “প্রথমে উইকেট পেতে সমস্যা হচ্ছিল। কিন্তু বল ৩০-৪০ ওভার পুরনো হলে তখন বোলাররা সুবিধা পাচ্ছিল। অস্ট্রেলিয়া অ্যাশেজে ভাল খেলেছে, এখানে এসেও ভাল খেলল। সোয়েপসন খুব বেশি উইকেট পায়নি। কিন্তু আমাদের বোলারদের মধ্যে ও অন্যতম। এখানে আমাদের খুব ভাল ভাবে স্বাগত জানানো হয়েছে। দারুণ অভিজ্ঞতা। লড়াই করার মতো পিচ দেওয়া হয়েছিল। জয়ের থেকে এগুলোই বেশি গুরুত্বপূর্ণ।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE