দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ার তাঁদের। কেরিয়ারে বেশ কয়েক বার অস্ট্রেলিয়া সফরে গিয়েছেন। অস্ট্রেলিয়ার মাটিতে দু’জনেরই অসংখ্য নজির রয়েছে। কিন্তু এর পর আর সে দেশে খেলতে দেখা যাবে না রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। সিডনিতে দুই ক্রিকেটারকে শেষ বারের জন্য খেলতে দেখে কেঁদে ফেললেন অস্ট্রেলিয়ার দুই ধারাভাষ্যকার।
‘সেন’ ক্রিকেটে চলছিল খেলার সম্প্রচার। শুভমন গিল আউট হওয়ার পর যখন কোহলি ব্যাট করতে নামছেন তখন ধারাভাষ্যকার অ্যাডাম হোয়াইট বলেন, “দাঁড়িয়ে পড়ুন। কারণ, এ বার মাঠে নামছেন রাজা। শেষ বারের মতো ভারতের জার্সি গায়ে অস্ট্রেলিয়ার মাটিতে দেখা যাবে তাঁকে। সকলে দেখুন, রাজা নেমে পড়েছেন। তাঁর নাম বিরাট কোহলি।” এই কথা বলতে বলতে কেঁদে ফেলেন হোয়াইট।
পাশে বসে থাকা আর এক ধারাভাষ্যকার ট্রেন্ট কোপল্যান্ড বলেন, “কোহলিকে দেখেই বোঝা যাচ্ছে, একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে উনি নামছেন। সাদা বলের ক্রিকেটে তর্কাতীত ভাবে সেরা ব্যাটারকে দেখছি আমরা। মাঠে রয়েছেন সাদা বলের আর এক কিংবদন্তি। শেষ বার। অস্ট্রেলিয়ার মাটিতে সাদা বলের দুই সেরাকে দেখছি।” কোপল্যান্ডও কেঁদে ফেলেন। তাঁদের গলায় যে আবেগ ছিল, তা বুঝিয়ে দিচ্ছিল, রোহিত ও কোহলিকে কতটা সম্মান করেন তাঁরা।
আরও পড়ুন:
অস্ট্রেলিয়ার দুই ধারাভাষ্যকারের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল। সকলে বলছেন, রোহিত, কোহলি এখানেই বাকিদের থেকে এগিয়ে। তাঁদের দেখার জন্য নিয়মরক্ষার ম্যাচেও মাঠ ভরে যায়। তাঁদের নিয়ে কথা বলতে গিয়ে প্রতিপক্ষ দেশের ধারাভাষ্যকারেরাও কেঁদে ফেলেন। এই দৃশ্য শেষ কবে দেখা গিয়েছে।
অস্ট্রেলিয়ার মাটিতে খেলার অভিজ্ঞতার কথা জানিয়েছেন রোহিত, কোহলিও। সিডনিতে খেলা শেষে তাঁরা জানিয়ে দিয়েছেন, অস্ট্রেলিয়ায় খেলতে ভালবাসেন। সেখানে যে সমর্থন ও সম্মান তাঁরা পেয়েছেন, তার জন্য অস্ট্রেলিয়াকে ধন্যবাদ দিয়েছেন দুই তারকা। সিরিজ়ের শেষটা জয় দিয়ে করেছেন তাঁরা। সিডনিতে শতরান করেছেন রোহিত। ৭৪ রানের ইনিংস খেলেছেন কোহলি। রোহিত সিরিজ়ের সেরা ক্রিকেটার হয়েছেন। কেরিয়ারের শেষ দিকে এসেও তাঁরা বুঝিয়ে দিয়েছেন, এখনও কতটা রানের খিদে রয়েছে তাঁদের।