চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার হয়ে অধিনায়কত্ব করতে দেখা যেতে পারে তাঁকে। আপাতত শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনিই নেতৃত্ব দিচ্ছেন দলকে। সেই স্টিভ স্মিথ ফর্মে রয়েছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে পর পর দু’টি টেস্টে শতরান করেছেন তিনি। পাশাপাশি দ্বিতীয় টেস্টে বিশ্বরেকর্ডও করেছেন তিনি।
শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৩১ রান করেছেন স্মিথ। ২৫৪ বলের ইনিংসে ১০টি চার ও একটি ছক্কা মেরেছেন তিনি। পাশাপাশি শতরান করেছেন অ্যালেক্স ক্যারেও। ১৫৬ রান করেছেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে চতুর্থ উইকেটে ২৫৯ রানের জুটি গড়েছেন তাঁরা। এই জুটির ফলেই বিশ্বরেকর্ড হয়েছে স্মিথের। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শ্রীলঙ্কার মাটিতে তাঁর ব্যাটিং আত্মবিশ্বাস বাড়াবে স্মিথের।
আরও পড়ুন:
স্মিথই বিশ্বের একমাত্র ক্রিকেটার যাঁর ১১ জন সতীর্থের সঙ্গে ২০০ বা তার বেশি রানের জুটি রয়েছে। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং ১০ জন সতীর্থের সঙ্গে ২০০ বা তার বেশি রানের জুটি গড়েছিলেন। শ্রীলঙ্কার মাটিতে পন্টিংকে ছাপিয়ে গিয়েছেন স্মিথ। শ্রীলঙ্কার মাটিতে স্মিথ ও ক্যারের জুটি কোনও বিদেশি দলের হয়ে সর্বাধিক। এর আগে ২০১১ সালে মাইকেল হাসি ও শন মার্শ ২৫৮ রানের জুটি গড়েছিলেন। এত দিন সেটিই ছিল রেকর্ড।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট হেরেছে শ্রীলঙ্কা। ঘরের মাঠে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ২৫৭ রান করেছে শ্রীলঙ্কা। জবাবে অস্ট্রেলিয়া করেছে ৪১৪ রান। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার রান ৮ উইকেটে ২১১। তৃতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার থেকে ৫৪ রান এগিয়ে তারা। বড় অঘটন না ঘটলে এই ম্যাচও জেতার কথা অস্ট্রেলিয়ার।