শ্রীলঙ্কার মাটিতে অস্ট্রেলিয়ার স্পিনারের বোলিং নিয়ে প্রশ্ন উঠল। বাঁহাতি স্পিনার ম্যাথু কুনেমনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ়ে ২-০ জিতেছিল। সেই সিরিজ়ে খেলেছিলেন কুনেমন। ১৯৯৫ সালে মেলবোর্ন টেস্টে শ্রীলঙ্কার অফস্পিনার মুথাইয়া মুরলীধরনের বোলিং ভঙ্গি নিয়ে প্রশ্ন তুলেছিল অস্ট্রেলিয়া। ৩০ বছর পর সেই অসিদেরই পাল্টা দিল শ্রীলঙ্কা।
২০২৩ সালে ভারতের বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফিতে অভিষেক হয়েছিল কুনেমনের। তার পর দ্বিতীয় বার খেলার সুযোগ আসে শ্রীলঙ্কার বিরুদ্ধে। ১৬টি উইকেট নেন তিনি এই সিরিজ়ে। জানুয়ারি মাসে তাঁর আঙুলে চোট লেগেছিল। সেই চোট সারিয়ে মাঠে ফেরেন তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, কুনেমনের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠায় আগামী তিন সপ্তাহের মধ্যে তাঁকে পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় পাশ না করা পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারবেন না তিনি।
আরও পড়ুন:
ব্রিসবেনে কুনেমনের পরীক্ষা হতে পারে। ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র বলেন, “অস্ট্রেলিয়ার দলকে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের সময় জানানো হয়েছে কুনেমনের বোলিং সম্পর্কে। আমরা কুনেমনের পাশে আছি। ২০১৭ সাল থেকে সব মিলিয়ে ১২৪টি ম্যাচ খেলেছে ও। পাঁচটি টেস্ট এবং চারটি এক দিনের ম্যাচও খেলেছেন দেশের হয়ে। বিগ ব্যাশ লিগে ৫৫টি ম্যাচ খেলেছে কুনেমন। আট বছরে এই প্রথম ওর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠল।”
শ্রীলঙ্কার অন্যতম সেরা স্পিনার মুথাইয়া মুরলীধরনকে নিয়ে এক সময় প্রশ্ন উঠত। তাঁর বোলিং অ্যাকশন নিয়ে বার বার প্রশ্ন তোলা হয়েছিল। অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরাও এক সময় প্রশ্ন তুলতেন। একাধিক বার পরীক্ষা দিয়ে ক্রিকেটে ফিরে এসেছিলেন মুরলী। এ বার সেই দেশে খেলতে গিয়ে অস্ট্রেলিয়ার স্পিনারকে নিয়ে প্রশ্ন উঠল।