ভারতে ক্রিকেটারের অভাব নেই। এতটাই প্রতিভাবান ক্রিকেটারেরা রয়েছেন যে, একই দিনে ভারত টেস্ট, এক দিনের ক্রিকেট এবং টি-টোয়েন্টি খেলতে পারে বলে মত মিচেল স্টার্কের।
অস্ট্রেলিয়ার পেসার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেননি। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে দাপট দেখিয়েছিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধেও খেলেছিলেন। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ব্যক্তিগত কারণে নাম সরিয়ে নেন। স্টার্ক বলেন, “ভারত মনে হয় একমাত্র দেশ যারা একই দিনে টেস্ট, এক দিনের ক্রিকেট এবং টি-টোয়েন্টি খেলতে পারে। একই দিনে তারা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট, ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের ম্যাচ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি খেলতে পারে। এতটাই শক্তিশালী দল ওদের। অন্য কোনও দল এটা পারে না।”
২২ মার্চ থেকে শুরু আইপিএল। গত বার কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন স্টার্ক। গুরুত্বপূর্ণ ম্যাচ জিতিয়েছিলেন তিনি। এ বারে স্টার্ককে কিনেছে দিল্লি ক্যাপিটালস। ১১ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে তাঁকে কিনেছে তারা। স্টার্ক বলেন, “আইপিএল দুর্দান্ত একটা প্রতিযোগিতা। এটাই বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি লিগ। সবচেয়ে বেশি প্রতিভাবান ক্রিকেটারেরা এখানেই খেলে। এটা নিয়ে কোনও সন্দেহ নেই।”
আরও পড়ুন:
ভারতীয় ক্রিকেটারেরা শুধু আইপিএলেই খেলতে পারেন। রোহিত শর্মাদের অন্য কোনও লিগে খেলার অনুমতি দেয় না বোর্ড। সেই সম্পর্কে স্টার্ক বলেন, “শুধু প্রতিভাবান ক্রিকেটার দিয়ে যদিও হয় না। অনেক ক্রিকেটার আছে যারা বছরে পাঁচ-ছ’টা লিগে খেলে। তারা বিশ্বের বিভিন্ন ক্রিকেট সম্পর্কে জানতে পারছে। এটা সাহায্য করে। তবে প্রতিভাও থাকতে হয়। ভারতীয় ক্রিকেটে গভীরতা রয়েছে।”