Advertisement
E-Paper

আইপিএল শুরুর ১৩ দিন আগে শুভমনের গুজরাতে অস্ট্রেলিয়ার ক্রিকেটার, থাকবেন বিশেষ দায়িত্বে

২০২২ এবং ২০২৪ সালে গুজরাত টাইটান্সের হয়ে আইপিএল খেলেছেন ম্যাথু ওয়েড। আইপিএলের গত নিলামের আগে তিনি অবসর নেন। এ বার পুরনো দলে ফিরলেন বিশেষ দায়িত্ব নিয়ে।

picture of Shubman Gill

শুভমন গিল। —ফাইল চিত্র।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৫ ১২:৫৯
Share
Save

আইপিএল শুরুর ১৩ দিন আগে শুভমন গিলের গুজরাত টাইটান্সে যোগ দিলেন ম্যাথু ওয়েড। অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটারকে দেখা যাবে দলের সহকারী কোচ হিসাবে। ২০২২ এবং ২০২৪ সালে গুজরাতের ক্রিকেটার ছিলেন ওয়েড।

দলের প্রাক্তন ক্রিকেটারকে সহকারী কোচ হিসাবে ফিরিয়ে আনলেন গুজরাত কর্তৃপক্ষ। সমাজমাধ্যমে গুজরাত কর্তৃপক্ষ এই খবর জানিয়ে লিখেছেন, ‘‘চ্যাম্পিয়ন। যোদ্ধা। এখন আমাদের সহকারী কোচ। গুজরাত টাইটান্সের ডাগআউটে স্বাগত। ম্যাথু ওয়েড!’’ গত আইপিএলের নিলামের আগে অবসর নেন ওয়েড। আইপিএলের নিলামেও নিজের নাম নথিভুক্ত করাননি ওয়েড।

আইপিএলের অবশ্য খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। সব মিলিয়ে ১৫টি ম্যাচ খেলেছেন। তার মধ্যে ১২টি ম্যাচ খেলেছেন গুজরাতের জার্সি গায়ে। ২০২২ সালে আইপিএলজয়ী গুজরাত দলের অন্যতম সদস্য ছিলেন ওয়েড। গুজরাতের প্রধান কোচ আশিস নেহরা। ব্যাটিং কোচ হিসাবে রয়েছেন ভারতের প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার পার্থিব পটেল। সহকারী কোচ হিসাবে আছেন আশিস কাপুর এবং নরেন্দর নেগি। তাঁদের সঙ্গেই কাজ করবেন ওয়েড।

অস্ট্রেলিয়ার হয়ে ৩৬টি টেস্ট, ৯৭টি এক দিনের আন্তর্জাতিক এবং ৯২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ওয়েডের। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ৪৬৮২ বেশি রান রয়েছে। উইকেটরক্ষক হিসাবে তাঁর শিকার সংখ্যা ২৬৬। দিল্লি ডেয়ারডেভিলসের (দিল্লি ক্যাপিটালসের আগের নাম) হয়ে আইপিএল খেলেছেন। এ ছাড়াও বিভিন্ন দেশে টি-টোয়েন্টি লিগ খেলার অভিজ্ঞতা রয়েছে ওয়েডের।

Gujarat Titans Matthew Wade Shubman Gill Assistant Coach

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}