আইএসএলের লিগ শিল্ড আগেই নিশ্চিত করে নিয়েছিল মোহনবাগান। শনিবার ঘরের মাঠে গোয়াকে ২-০ গোলে হারিয়ে প্রতিযোগিতার শেষ ম্যাচের স্মৃতিও মধুর করে রেখেছেন হোসে মোলিনার ছেলেরা। এ বারের আইএসএলে প্রথম থেকেই প্রায় অপ্রতিরোধ্য দেখিয়েছে সবুজ-মেরুন ব্রিগেডকে। শুধু তাই নয়। আটটি নজিরও গড়েছেন মোহনবাগান ফুটবলারেরা।
১) টানা দু’বার লিগ শিল্ড
মোহনবাগানই প্রথম দল যারা আইএসএলের লিগ শিল্ড ধরে রাখল। এর আগে কোনও ক্লাব টানা দু’বার লিগ শিল্ড জিততে পারেনি।
২) টানা তিন বার ট্রফি জয়
প্রথম ক্লাব হিসাবে পর পর তিন বার আইএসএলের ট্রফি জিতল মোহনবাগান। এমন কৃতিত্ব আর কোনও ক্লাবের নেই। এ বারের মতো গত বারই লিগ শিল্ড জিতেছিল মোহনবাগান। ২০২২-২৩ মরসুমে আইএসএল কাপ জিতেছিল সবুজ-মেরুন শিবির।
৩) গোল না খেয়ে ৬২৬ মিনিট
গোল না খাওয়ার ক্ষেত্রেও নতুন নজির গড়েছে মোহনবাগান। প্রতিযোগিতায় মোট ৬২৬ মিনিট কোনও গোল খায়নি সবুজ-মেরুন ব্রিগেড। এত দীর্ঘ সময় গোল না খেয়ে আর কোনও দল খেলতে পারেনি। ১৭ জানুয়ারি জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচের ৬০ মিনিটে একটি গোল খায় মোহনবাগান। তার পর টানা ছ’টি ম্যাচে কোনও গোল খায়নি মোহনবাগান। আবার মুম্বই এসফির বিরুদ্ধে ম্যাচে ৫৭ মিনিটে গোল খেয়েছিল সবুজ-মেরুন শিবির।
৪) সর্বাধিক ম্যাচ জয়
এ বারের আইএসএলে ১৭টি ম্যাচ জিতেছে মোহনবাগান। এর আগে কোনও ক্লাব এক মরসুমে আইএসএলের এত ম্যাচ জিততে পারেনি।
৫) সর্বাধিক পয়েন্ট সংগ্রহ
২৪ ম্যাচে মোহনবাগানের এ বার সংগ্রহ ৫৬ পয়েন্ট। এর আগে কোনও ক্লাব আইএসএলে এত পয়েন্ট পায়নি। প্রতিযোগিতার ইতিহাসে এটাই সর্বোচ্চ পয়েন্ট। উল্লেখ্য, প্রথম দল হিসাবে ৫০-র বেশি পয়েন্টও পেয়েছে মোহনবাগান।
৬) সর্বাধিক ক্লিনশিট
এ বারের আইএসএলে ১৫টি ম্যাচে গোল খায়নি মোহনবাগান। এটাও একটা নজির। এর আগে কোনও আইএসএলের কোনও ক্লাব এতগুলি ম্যাচে গোল সুরক্ষিত রাখতে পারেনি।
৭) সবচেয়ে বেশি জয় ঘরের মাঠে
ঘরের মাঠে ১২টি ম্যাচের মধ্যে ১১টিতে জয় পেয়েছে মোহনবাগান। এর আগে কোনও ক্লাব ঘরের মাঠে এত ম্যাচ জিততে পারেনি। আইএসএলের ঘরের মাঠে সবচেয়ে বেশি ম্যাচ জেতার নজির গড়েছে সবুজ-মেরুন ব্রিগেড।
আরও পড়ুন:
৮) সেট-পিস থেকে সর্বাধিক গোল
এ বারের আইএসএলে সেট-পিস (ফ্রিকিক বা কর্নার থেকে গোল) থেকে ২০টি গোল করেছে মোহনবাগান। এর আগে কোনও ক্লাব সেট-পিস থেকে এত গোল করতে পারেনি আইএসএলে। এ ক্ষেত্রেও নতুন নজির গড়েছে মোহনবাগান। মোট ৪৭টি গোলের ২০টি সেট-পিস থেকে করেছে মোহনবাগান।