Advertisement
০৪ মে ২০২৪
Babar Azam

Babar Azam: মাত্র ১ রান করে আউট হয়ে গিয়েও পাক অধিনায়ক বাবর আজমের রেকর্ড

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাত্র এক রান করেছেন তিনি। তাতেই নতুন রেকর্ড তৈরি করে ফেললেন বাবর আজম।

রেকর্ড বাবরের।

রেকর্ড বাবরের। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২১ ১৪:১৬
Share: Save:

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাত্র এক রান করেছেন তিনি। তাতেই নতুন রেকর্ড তৈরি করে ফেললেন বাবর আজম। পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে গেলেন তিনি। টপকে গেলেন মহম্মদ হাফিজকে।

শনিবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ পকেটে পুরে নিয়েছে পাকিস্তান। তবে সেই ম্যাচে রান পাননি বাবর। যদিও ম্যাচে নামার আগেই তিনি ছুঁয়ে ফেলেছিলেন হাফিজকে। দু’জনেরই ২৫১৪ রান ছিল। শনিবার এক রান করে হাফিজকে পেরিয়ে গেলেন বাবর।

তবে হাফিজের থেকে অনেক কম সময়ে এই কাজ করেছেন বাবর। হাফিজ যেখানে ২৫১৪ রান করতে নিয়েছেন ১০৮টি ইনিংস, সেখানে বাবরের লেগেছে মাত্র ৬৪টি ইনিংস। টি-টোয়েন্টি তাঁর গড় রয়েছে ৪৬.৫৭। শুধু তাই নয়, একটি শতরান এবং ২৪টি অর্ধশতরান রয়েছে তাঁর। টি-টোয়েন্টিতে পাঁচ বছর আগে দেশের হয়ে অভিষেক হয়েছিল বাবরের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Babar Azam Pakistan Cricket Mohammad Hafeez
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE