এক সময় মহম্মদ আজহারউদ্দিনের পয়া মাঠ ছিল ইডেন গার্ডেন্স। এখন রোহিত শর্মাকেও খালি হাতে ফেরায় না সে। কলকাতার মাঠেই রোহিতের একদিনের ক্রিকেটে দ্বিশতরান রয়েছে, টেস্টে শতরান রয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের হয়েও সাফল্য পেয়েছেন ইডেনে। এ বার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ ক্রিকেটে বিরাট কোহলীর রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে রোহিতের সামনে।
এই সিরিজে এখনও অবধি ১০৩ রান করেছেন রোহিত। টি২০ ক্রিকেটে ৩১৪১ রান করে ফেলেছেন তিনি। আর ৮৭ রান করলেই কোহলীকে টপকে ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি রানের মালিক হবেন রোহিত। টি২০ ক্রিকেটে কোহলীর রান ৩২২৭। ভারতীয়দের মধ্যে যা সব থেকে বেশি। পয়া মাঠে কোহলীকে টপকে যেতে পারবেন ভারত অধিনায়ক?