শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। তার আগে হাসপাতালের চেহারা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ক্রিকেটার, কোচিং স্টাফ মিলিয়ে কমপক্ষে সাত জন অসুস্থ। গুরুতর অসুস্থ জোরে বোলার শরিফুল ইসলাম।
একে টেস্ট সিরিজে ভরাডুবি। সঙ্গে দোসর অসুস্থতা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে বিপদে বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার সেন্ট লুসিয়া থেকে ডমিনিকা যাচ্ছিলেন মহম্মদ মাহমুদুল্লা, শাকিব আল হাসানরা। সেখানেই হবে সিরিজের প্রথম দু’টি টি-টোয়েন্টি ম্যাচ। পথেই অসুস্থ হয়ে পড়লেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার। বিমানে না গিয়ে সমুদ্রপথে পাঠানো হয় বাংলাদেশ দলকে। উত্তাল আটলান্টিক মহাসাগরের পথে অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশের একাধিক ক্রিকেটার। অনেকেই বমি করতে শুরু করেন।
পাঁচ ঘণ্টার যাত্রাপথের শুরুটা খারাপ হয়নি। ক্রিকেটাররা জাহাজের ডেকে দাঁড়িয়ে ছবি, নিজস্বী তুলছিলেন। উপভোগ করছিলেন সমুদ্রযাত্রা। এর পরেই হয় বিপত্তি। আবহাওয়া খারাপ থাকায় উত্তাল ছিল সমুদ্র। শাকিবদের জাহাজ মাঝসমুদ্রে যখন পৌঁছয়, তখন সেখানে ছয়-সাত ফুট উঁচু ঢেউ। প্রবল দুলতে শুরু করে জাহাজ। ভয়ে জাহাজের ডেক থেকে ভিতরে চলে আসেন ক্রিকেটাররা। অনেকেই অসুস্থ বোধ করতে শুরু করেন।