Advertisement
২০ এপ্রিল ২০২৪
Tamim Iqbal

Tamim Iqbal: টি-টোয়েন্টির থেকে এক দিনের বিশ্বকাপকে কেন এগিয়ে রাখছেন তামিম

টি-টোয়েন্টি বিশ্বকাপকে গুরুত্ব দিতে নারাজ তামিম ইকবাল। বাংলাদেশের এক দিনের দলের অধিনায়ক এগিয়ে রাখছেন ৫০ ওভারের ক্রিকেটকেই।

এক দিনের ক্রিকেটের পক্ষে তামিম।

এক দিনের ক্রিকেটের পক্ষে তামিম। ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২২ ২১:১৭
Share: Save:

টি-টোয়েন্টি বিশ্বকাপকে গুরুত্ব দিতে নারাজ বাংলাদেশের এক দিনের দলের অধিনায়ক তামিম ইকবাল। তাঁর মতে, এক দিনের ক্রিকেটই বেশি গুরুত্বপূর্ণ।

সামনেই অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সব দেশই পরিকল্পনা, প্রস্তুতি শুরু করে দিয়েছে। এর মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অন্যরকম মন্তব্য করে বসলেন তামিম। বাংলাদেশের অভিজ্ঞ ওপেনার টি-টোয়েন্টি বিশ্বকাপকে গুরুত্ব দিতেই চাইছেন না। বিশ্ব জুড়ে টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে উৎসাহ ক্রমশ বাড়ছে। অনেকেই এক দিনের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন। সেই সময়ই তামিম এক দিনের ক্রিকেটের পক্ষে সওয়াল করলেন।

গত মাসেই তামিম টি-টোয়েন্টি ক্রিকেট থেকে আনুষ্ঠানিক ভাবে অবসর ঘোষণা করেছেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে এক দিনের সিরিজ শুরুর আগে তামিম বলেছেন, ‘‘আমার মতে এক দিনের ক্রিকেট বেশি গুরুত্বপূর্ণ। আইসিসিও তেমনই বলেছে। ৫০ ওভারের খেলা দেখতে সকলেই পছন্দ করেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ কখনই এক দিনের বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ নয়।’’

আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের এক দিনের ক্রিকেটে পারফরম্যান্স টেস্ট বা টি-টোয়েন্টির থেকে অনেকটাই ভাল। হয়তো সে কারণেই তামিম এক দিনের ক্রিকেটকে ২০ ওভারের ক্রিকেটের থেকে এগিয়ে রাখতে চেয়েছেন। গত মাসে ওয়েস্ট ইন্ডিজকে এক দিনের সিরিজে ৩-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতেও এক দিনের সিরিজে জয় পেয়েছে। ভাল পারফরম্যান্সের সুবাদে ২০২৩ এক দিনের বিশ্বকাপে সরাসরি মূলপর্বে খেলার দৌড়েও ভাল জায়গায় রয়েছে তামিমের দল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE