রবিচন্দ্রন অশ্বিন এবং যশপ্রীত বুমরা। ছবি: পিটিআই।
ভারতের মাটিতে ইতিহাস গড়তে চান শাদমান ইসলাম। পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ। ভারতের বিরুদ্ধেও জিততে চাইছে তারা। চেন্নাইয়ে প্রথম টেস্টে নামার আগে বাংলাদেশের ওপেনার শাদমান তাই চাইছেন নিজের সব ভুলত্রুটি শুধরে নিতে। দুই ম্যাচের সিরিজ়ে রান করতে মরিয়া তিনি।
ভারতের বিরুদ্ধে পরিসংখ্যান ভাল নয় শাদমানের। দু’টি টেস্ট মিলিয়ে তিনি করেছেন ৪১ রান। গড় ১০.২৫। সর্বোচ্চ ২৯ রান। ভারতের মাটিতে তাই ভাল কিছু করে দেখাতে মরিয়া বাংলাদেশের ওপেনার। ১৫টি টেস্টে ৬৯৫ রান করেছেন শাদমান। শতরান একটি। গড় ২৫.৭৪। শাদমান বলেন, “ভারতে সব কিছুই বড় পরীক্ষা। সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে কী ভাবে নিজেকে তৈরি করব। আমি এখন সেটাই করছি। ভারতীয় পিচ খুব ভাল। বাউন্স থাকবে। বল ঠিক উচ্চতায় আসে। ব্যাট করতে সুবিধা হয় অনেক।”
চেন্নাইয়ে অনুশীলনের সময় শাদমানকে দেখা যায় গলায় একটা স্ট্র্যাপ পরে খেলতে। বাংলাদেশের ওপেনার বলেন, “ব্যাট করার সময় আমার মাথা নিচু হয়ে যায়। সেই কারণে কোচ আমাকে এটা পরতে বলেছেন। আমার ভুলগুলো ধরিয়ে দিয়েছেন কোচেরা। কোথায় কোথায় আরও উন্নতি করা প্রয়োজন সেটা বুঝিয়ে দিয়েছেন। নেটে এই অনুশীলনগুলোই করেছি।”
প্রথম শ্রেণির ক্রিকেটে ৮৩টি ম্যাচ খেলেছেন শাদমান। ৫৮০৮ রান করেছেন। ১৩টি শতরানও করেছেন তিনি। ২৯ বছরের এই ওপেনার আন্তর্জাতিক ক্রিকেটেও সফল হতে চাইছেন। তাই অনুশীলনে নিজের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করছেন শাদমান।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy