Advertisement
E-Paper

বিশ্বকাপে খেলা নিয়ে বিকেলেই সিদ্ধান্ত জানাতে পারে বাংলাদেশ, তার আগে ঢাকার হোটেলে লিটনদের আলোচনায় ডাকল সরকার

বাংলাদেশ সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিকেলে ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসবেন। বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, সেই বিষয়ে ক্রিকেটারদের জানানোর জন্যই এই বৈঠক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ১০:৫৮
Bangladesh T20 captain Liton Das, Sports Advisor Asif Nazrul

বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস (বাঁ দিকে)। বাংলাদেশ সরকারের ক্রীড়া উপদেষ্টা আসি‌ফ নজরুল (ডানদিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে আসবে কি না, তা নিয়ে বৃহস্পতিবার সিদ্ধান্ত জানাতে হবে বাংলাদেশকে। না হলে তাদের বাদ দিয়েই প্রতিযোগিতা হবে, জানিয়ে দিয়েছে আইসিসি। সিদ্ধান্ত জানানোর আগে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে কথা বলবে বাংলাদেশ সরকার।

বাংলাদেশ সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিকেলে ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসবেন। ‘ক্রিকবাজ়’ ওয়েব সাইট বিসিবির একটি সূত্র মারফত জানিয়েছে, বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, সেই বিষয়ে ক্রিকেটারদের জানানোর জন্যই এই বৈঠক। সেখানে ক্রিকেটারদের মতামতও শোনা হবে। ক্রিকেটারদের বিকেল ৩টায় (ভারতীয় সময় দুপুর ২:৩০) ঢাকার একটি হোটেলে উপস্থিত থাকতে বলা হয়েছে।

ঘটনা হল, মুস্তাফিজ়ুর রহমানের আইপিএলে খেলতে না পারা থেকে শুরু করে ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত, কোনও কিছুতেই বোর্ডের ভূমিকায় খুব একটা খুশি নন বাংলাদেশের ক্রিকেটারেরা। অনেকেই বলছেন, ক্রিকেটারেরা যাতে নতুন করে বিদ্রোহী না হয়ে ওঠেন, তাই তাঁদের সঙ্গে কথা বলে নিতে চাইছেন বোর্ড এবং সরকারের কর্তারা।

বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস কিছু দিন আগেই বুঝিয়ে দিয়েছিলেন যে, বিশ্বকাপে না খেলা নিয়ে তাঁদের কোনও সম্মতি নেওয়া হয়নি। টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘‘অভ্যন্তরীণ ভাবে ঠিক কী ঘটছে তা আমি সত্যিই জানি না। ফলে এই নিয়ে আমার পক্ষে মন্তব্য করা কঠিন। কিন্তু খেলোয়াড় হিসেবে আমরা অবশ্যই খেলতে চাই।”

বিসিবির অন্যতম ডিরেক্টর এম নাজমুল ইসলামের মন্তব্যে ঝড় ওঠে। প্রায় গৃহযুদ্ধের পরিস্থিতি শুরু হয়েছিল বাংলাদেশের ক্রিকেটে। নাজমুল বলেছিলেন, তাঁরা ক্রিকেটারদের জন্য কোটি কোটি টাকা খরচ করেন। কিন্তু ক্রিকেটারেরা কিছুই করতে পারেন না। বলেছিলেন, বোর্ডই যদি না থাকে, তা হলে ক্রিকেট বা ক্রিকেটারেরা থাকবে কী করে?’ প্রাক্তন ক্রিকেটার তামিম ইকবাল বিসিবিকে পরামর্শ দিয়ে বলেছিলেন, ভারতে বিশ্বকাপ না খেলার যে সিদ্ধান্ত বাংলাদেশ নিয়েছে, তা নিয়ে দু’বার ভাবা প্রয়োজন। কারণ, এর সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব থাকবে। এর জবাবে তামিমকে ‘ভারতের দালাল’ বলেছিলেন নাজমুল। বাংলাদেশের ক্রিকেটারের বিপিএলের ম্যাচ বয়কট করেছিলেন। অনেক বুঝিয়ে-সুঝিয়ে তাঁদের খেলার জন্য রাজি করায় বিসিবি। আবার নতুন করে ক্রিকেটারেরা যাতে প্রতিবাদ-বিক্ষোভ না করেন, সেই কারণেই সতর্ক বিসিবি। সিদ্ধান্ত জানানোর আগে কথা বলা হবে লিটনদের সঙ্গে।

বুধবার আইসিসির ভোটাভুটিতে খারিজ হয়ে গিয়েছে বাংলাদেশের দাবি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) সরকারি ভাবে জানিয়ে দিয়েছে, আগের সূচি মেনে ভারতে এসেই বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে। এ বার সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য বাংলাদেশকে বৃহস্পতিবার পর্যন্ত সময় দিয়েছে আইসিসি।

Bangladesh Cricket BCB
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy