বাংলাদেশ প্রিমিয়ার লিগ-সহ (বিপিএল) একাধিক প্রথম সারির ক্রিকেট প্রতিযোগিতায় বেড়েই যাচ্ছিল ম্যাচ গড়াপেটার ঘটনা। তা রুখতে সক্রিয় হল বাংলাদেশ বোর্ড। আইসিসি-র প্রাক্তন দুর্নীতি দমন শাখার কর্তাকে নিযুক্ত করা হয়েছে। আনা হয়েছে আরও দু’জনকে। এ দিকে, ফিটনেস পরীক্ষায় হতাশ করেছেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার।
বিসিবি-র তরফে জানানো হয়েছে, দুর্নীতি দমন শাখার বিশেষজ্ঞ হিসাবে নিয়োগ করা হয়েছে আলেক্স মার্শালকে। তিনি গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত আইসিসি-র দায়িত্বে ছিলেন। শুধু বিপিএল নয়, ঢাকা প্রিমিয়ার লিগেও ম্যাচ গড়াপেটার কিছু ঘটনা প্রকাশ্যে এসেছে। এগুলো আটকানোই মার্শালের আসল কাজ।
ফেরানো হয়েছে টনি হেমিংকে। তিনি বাংলাদেশ বোর্ডের প্রধান পিচ নির্মাতা হিসাবে কাজ করেছিলেন এক বছর। পরে পাকিস্তানের দায়িত্ব নিয়েছিলেন। আবার তাঁকে ফেরানো হয়েছে। তিনি দেশের সমস্ত মাঠের পিচ নির্মাণ খতিয়ে দেখবেন। বাংলাদেশ বোর্ডের পিচ নির্মাতাদেরও প্রশিক্ষণ দেবেন।
আরও পড়ুন:
জুলিয়ান উডকে আনা হয়েছে বিশেষজ্ঞ ব্যাটিং কোচ হিসাবে। তিনি বাংলাদেশের ব্যাটারদের পাওয়ার হিটিং শেখাবেন। আগে শ্রীলঙ্কার সঙ্গে কাজ করেছেন উড। এ ছাড়া, প্রথম ডিভিশনে নতুন দল হিসাবে আত্মপ্রকাশ হয়েছে ময়মনসিংহের।
এ দিকে, রবিবার ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা হয়। সেখানে নাহিদ রানা সবচেয়ে ভাল পারফর্ম করেছেন। তবে অনেকেই হতাশ করেছেন। নতুন স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলির তত্ত্বাবধানে ১৬০০ মিটার দৌড় এবং ৪০ মিটার স্প্রিন্ট টানতে বলা হয় ক্রিকেটারদের। রানা ১৬০০ মিটার দৌড়েছেন ৫ মিনিট ৩১ সেকেন্ডে। মেহেদি হাসান দৌড়েছেন ৬ মিনিট ১ সেকেন্ডে। তবে অনেকেই এই দূরত্ব দৌড়তে ৮ মিনিটের বেশি সময় নিয়েছেন।