আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে না সরালে বিশ্বকাপ বয়কট করবে বাংলাদেশ। হুঁশিয়ারির সুরে এমনই ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্যতম ডিরেক্টর আসিফ আকবর।
আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বাদ দেওয়ার পর থেকে ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে শীতলতা তৈরি হয়েছে। বাংলাদেশের মুহাম্মদ ইউনূস সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ভারতে দল না পাঠানোর নির্দেশ দিয়েছিলেন বিসিবিকে। বাংলাদেশের ক্রিকেট কর্তাদের অধিকাংশ প্রথমে সুর চড়াতে চাননি। পরে সরকারের চাপে তাঁরা অবস্থান বদলান। নিরাপত্তার কারণ দেখিয়ে বিসিবি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলি ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার আবেদন করেছে আইসিসির কাছে। জয় শাহের আইসিসি সেই দাবি সরকারি ভাবে নাকচ না করলেও কঠোর অবস্থান নিয়েছে। বিসিবি কর্তাদের বার্তা দেওয়া হয়েছে, ভারতেই খেলতে হবে বিশ্বকাপের ম্যাচ। মনে করিয়ে দেওয়া হয়েছে আইসিসির ‘মেম্বার্স প্লেয়িং এগ্রিমেন্ট’ বা এমপিএ-এর কথাও।
বিসিবি কর্তারা অবশ্য সুর নরম করতে নারাজ। বিসিবির অন্যতম ডিরেক্টর আসিফ প্রয়োজনে বিশ্বকাপে অংশগ্রহণ না করার কথা জানিয়েছেন। তিনি বাংলাদেশের সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘আমরা ইতিমধ্যেই আমাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছি। আমাদের সামনে দ্বিতীয় কোনও বিকল্প নেই। মুস্তাফিজুরের ঘটনার পর আমরা আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। সব কিছু বিবেচনা করেই আমরা ভারতের মাটিতে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছি। আমরা শ্রীলঙ্কায় খেলতে প্রস্তুত।’’ তিনি আরও বলেছেন, ‘‘আইসিসিকে আমাদের উদ্বেগ এবং অবস্থানের কথা জানানো হয়েছে। তাদের বক্তব্য জানার পর আমরা পরবর্তী পদক্ষেপ ঠিক করব।’’
আরও পড়ুন:
বাংলাদেশ যে কোনও অবস্থাতেই লিটন দাসদের বিশ্বকাপ খেলতে ভারতে পাঠাবে না, তা একরকম পরিষ্কার করে দিয়েছেন আসিফ। প্রয়োজনে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করার পথে হাঁটতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়া না হলে বাংলাদেশের পক্ষে বর্তমান পরিস্থিতিতে খেলা সম্ভব নয় বলে জানিয়েছেন আসিফ।