Advertisement
E-Paper

ভারত একেবারেই নিরাপদ নয়, বিশ্বকাপের মাঠ বদল করুন! জয় শাহের আইসিসি-কে জানিয়ে দিল মুস্তাফিজুরদের বোর্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না বাংলাদেশ। আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দিল সে দেশের ক্রিকেট বোর্ড বিসিবি। ভারতে নিরাপত্তা নিয়ে সন্দেহ প্রকাশ করে বিসিবি জানিয়েছে, এই পরিস্থিতিতে সেখানে খেলতে যাওয়া উচিত কাজ হবে না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৬ ১৭:৪৮
cricket

বাংলাদেশের টি-টোয়েন্টি দল। — ফাইল চিত্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না বাংলাদেশ। রবিবার বিকেলে এ কথা আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দিল সে দেশের ক্রিকেট বোর্ড বিসিবি। তারা একটি বিবৃতিতে আইসিসি-র কাছে মাঠ বদলের আবেদন জানিয়েছে। ভারতে নিরাপত্তা নিয়ে সন্দেহ প্রকাশ করে বিসিবি জানিয়েছে, এই পরিস্থিতিতে সেখানে খেলতে যাওয়া উচিত কাজ হবে না।

বাংলাদেশ বোর্ড বিবৃতিতে জানিয়েছে, রবিবার দুপুরে বিসিবি পরিচালকমণ্ডলী আপৎকালীন বৈঠক করেন। সেখানেই সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে আলোচনা হয়। গত ২৪ ঘণ্টায় যা যা হয়েছে সে বিষয়ে আলোচনা করার পাশাপাশি পুরো পরিস্থিতি খতিয়ে দেখা হয়। ভারতে বাংলাদেশের খেলতে যাওয়া নিয়ে যে পরিবেশ তৈরি হয়েছে তাতে গভীর আশঙ্কা প্রকাশ করেছঠে বোর্ড।

এখনকার পরিস্থিতির কথা মাথায় রেখে এবং ভারত সফরগামী বাংলাদেশ দলের নিরাপত্তা ও সুরক্ষার কথা ভেবে বাংলাদেশ সরকারের পরামর্শ মেনে পরিচালকমণ্ডলী সিদ্ধান্ত নিয়েছে, এই পরিস্থিতিতে জাতীয় দল ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না।

বিসিবি-র তরফে আনুষ্ঠানিক ভাবে আইসিসি-কে সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের ম্যাচগুলি যাতে ভারতের বাইরে অন্য কোনও দেশে দেওয়া হয় সেই অনুরোধ করা হয়েছে। বাংলাদেশের ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, বোর্ড সদস্যদের কথা মাথায় রেখেই যে এই সিদ্ধান্ত, তা স্পষ্ট জানিয়ে দিয়েছে বিসিবি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি আইসিসি।

বিসিবি পরিচালকদের বেশির ভাগই কঠোর পদক্ষেপ না করার বিষয়ে পরামর্শ দিয়েছিলেন। তবে সরকারের হস্তক্ষেপের পর সিদ্ধান্ত বদলেছেন তাঁরা। সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ডের বৈঠকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচনের পর বৈঠকে বসেন বিসিবির পরিচালকেরা। সিদ্ধান্ত হয়েছে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় আয়োজনের জন্য জয় শাহের আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (আইসিসি) চিঠি দেওয়া হবে। উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই হওয়ার কথা ভারতে। সূচি অনুযায়ী তিনটি ম্যাচ হওয়ার কথা কলকাতায়। একটি মুম্বইয়ে।

বাংলাদেশের মুহাম্মদ ইউনূস সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ শনিবার তাঁর ফেসবুক পোস্টে লেখেন, “ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি, বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও যেখানে ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না।” তিনি আরও লেখেন, “বাংলাদেশ বোর্ডকে বলেছি, তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লেখে। বোর্ড যেন জানিয়ে দেয় যে, বাংলাদেশের খেলাগুলো শ্রীলঙ্কায় করার অনুরোধ জানানোর নির্দেশও আমি দিয়েছি।”

তাঁর এই বক্তব্যের পরও বিসিবির পরিচালকদের অধিকাংশ কঠোর ব্যবস্থা না নেওয়ার পক্ষে ছিলেন। তবে সরকারের হস্তক্ষেপের পর তাঁরা মত পরিবর্তন করেন। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন ‘প্রথম আলো’কে বলেছেন, ‘‘সিদ্ধান্ত হয়ে গিয়েছে। বিজ্ঞপ্তি দিয়ে আমাদের অবস্থান স্পষ্ট করা হবে।’’ এর পর বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ সমাজমাধ্যমে লেখেন, ‘‘বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।’’

শনিবার আইপিএল থেকে মুস্তাফিজুর বাদ পড়ার পর থেকেই পরিস্থিতি জটিল হতে শুরু করে। বাংলাদেশের অন্তবর্তিকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়ে দেন। বিসিবি কর্তাদেরও প্রয়োজনীয় নির্দেশ দেন। এর পর সেই নির্দেশ উপেক্ষা করার উপায় কার্যত ছিল না বাংলাদেশের ক্রিকেট কর্তাদের। তাঁদের অনেকে প্রথমে কঠোর অবস্থানের পক্ষে না থাকলেও সরকারের বিরোধিতা করার কথাও ভাবেননি।

ICC T20 World Cup 2026 Mustafizur Rahman Bangladesh Cricket BCB
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy