Advertisement
E-Paper

লিটন-শান্তদের ‘ভাঁওতা’ দিল বাংলাদেশ বোর্ড! বিপিএল শেষ হতেই অপসারিত কর্তাকে পদে ফেরালেন আমিনুলেরা

বাংলাদেশের ক্রিকেটারদের সম্পর্কে অপমানজনক মন্তব্য করেন নাজমুল ইসলাম। ক্রিকেটারদের সংগঠনের চাপে তাঁকে সরিয়ে দেয় বিসিবি। অথচ ১০ দিনের মধ্যেই নাজমুলকে ফেরানো হল পুরনো পদে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ১৭:৪৪
picture of cricket

(বাঁ দিকে) এম নাজমুল ইসলাম। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর অস্থিরতা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্দরে। বহিষ্কারের কয়েক দিনের মধ্যেই ফিরিয়ে নেওয়া হল অন্যতম ডিরেক্টর এম নাজমুল ইসলামকে। ক্রিকেটারদের সম্পর্কে একাধিক আপত্তিকর মন্তব্য করে বিতর্কে জড়ান নাজমুল। তাঁর ক্ষমা চাওয়া এবং ইস্তফার দাবিতে সব ধরনের ক্রিকেট বয়কটের ডাক দেয় বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন। এক দিন বন্ধ থাকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলাও। চাপের মুখে তাঁকে অপসারিত করে বিসিবি।

বিপিএল শেষ। বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়েও সব জল্পনার অবসান। এর পরই ক্রিকেটারদের রোষে অপসারিত নাজমুলকে আবার পদে ফিরিয়ে আনল বিসিবি। শুধু তাই নয়, ফিরিয়ে দেওয়া হল অর্থ কমিটির প্রধানের পদ-সহ সব দায়িত্বও। স্বভাবতই বিসিবি কর্তাদের এই সিদ্ধান্ত নতুন বিতর্কের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তার মধ্যে সুষ্ঠু ভাবে বিপিএল শেষ করার স্বার্থেই কি অপসারিত করা হয়েছিল তাঁকে? সব মিটে যেতেই ক্রিকেটারদের দেওয়া প্রতিশ্রুতি ভুলে গেলেন আমিনুল ইসলাম বুলবুলেরা? ক্রিকেটারদের সঙ্গে প্রতারণা করলেন তাঁরা? বিসিবি নাজমুলকে পুরনো পদে ফিরিয়ে নেওয়ায় বিস্মিত বাংলাদেশের ক্রিকেটমহলের একাংশ। উল্লেখ্য, শনিবার বিসিবির বোর্ডের বৈঠকে নাজমুলকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন এই খবর জানান।

আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানের বাদ পড়া এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চলা জল্পনার মধ্যে বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালকে ভারতের দালাল বলে প্রথমে বিতর্কে জড়ান নাজমুল। তার পর বিশ্বকাপ খেলতে না গেলে ক্রিকেটারদের বিসিবি ক্ষতিপূরণ দেবে কি না, এই প্রশ্নের উত্তরে নাজমুল বলেছিলেন, ‘‘ওরা গিয়ে কিছুই করতে পারে না। তা-ও আমরা ওদের জন্য কোটি কোটি টাকা খরচ করি। আমরা কি ওদের কাছে টাকা ফেরত চাই?’’ তাঁর এই মন্তব্য আগুনে ঘৃতাহুতি দেয়। প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন নজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, লিটন দাসেরা। বিসিবির অর্থ কমিটির প্রধানের অপসারণের দাবি তোলেন ক্রিকেটারেরা। না হলে বিপিএল-সহ সব ধরনের ক্রিকেট বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ক্রিকেটারদের সংগঠন। বিসিবিকে সময়সীমাও বেঁধে দেন ক্ষুব্ধ ক্রিকেটারেরা।

চাপের মুখে গত ১৫ জানুয়ারি নাজমুলকে সব পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। সে দিন বিসিবি সভাপতি বলেছিলেন, ‘‘প্রতিষ্ঠানের সর্বোত্তম স্বার্থ এবং সুষ্ঠু ভাবে প্রশাসন পরিচালনার স্বার্থে নাজমুলকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’ অথচ সব মিটতেই বিতর্কিত কর্তাকে ফিরিয়ে নেওয়া হল।

Bangladesh Cricket Board Litton Das Najmul Hossain Shanto Aminul Islam
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy