Advertisement
০৩ মে ২০২৪
Bangladesh Cricket Board

রেগে গেলেন পাপন, বিশ্বকাপের দল নিয়ে প্রশ্ন উঠতেই ক্ষুব্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি

আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ়ের পর এশিয়া কাপ। এক দিনের বিশ্বকাপের দল এর মধ্যেই চূড়ান্ত করে নিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তা নিয়েই নানা প্রশ্নে মেজাজ হারালেন বোর্ড সভাপতি।

picture of Nazmul Hasan

বিশ্বকাপের দল নিয়ে প্রশ্ন শুনেই মেজাজ হারালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। —ফাইল ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ মে ২০২৩ ১৯:৩৪
Share: Save:

সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান। এক দিনের বিশ্বকাপের জন্য সাংবাদিকদেরই প্রথম একাদশ বেছে দিতে বললেন তিনি।

নাজমুল মিরপুরে প্রতিবন্ধীদের একটি ক্রিকেট প্রতিযোগিতায় পুরস্কার দিতে গিয়েছিলেন। বোর্ড সভাপতিকে সামনে পেয়ে বিশ্বকাপের দল নিয়ে একের পর এক প্রশ্ন করতে শুরু করেন সাংবাদিকরা। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে এখন সব থেকে বড় প্রশ্ন, বিশ্বকাপের দলে মাহমুদুল্লাহ রিয়াদ জায়গা পাবেন কিনা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ে অভিজ্ঞ ব্যাটারকে দলে রাখেননি নির্বাচকরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতিকে মাহমুদুল্লাহর বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে কয়েক দিন ধরেই প্রশ্ন করছেন সাংবাদিকরা। মিরপুরেও একই প্রশ্ন শুনে খানিকটা বিরক্ত হন নাজমুল। হাসি মুখেই তিনি বলেন, আপনারাই বরং বিশ্বকাপের জন্য সেরা দল বেছে ফেলুন।

নাজমুল বলেন, ‘‘সংবাদমাধ্যম এখন ক্রিকেট নিয়েই সব থেকে বেশি আলোচনা করে। তাতে আমরা খুশি। আপনারা ক্রিকেটের সঙ্গে যে ভাবে একাত্ম হয়ে পড়ছেন, সেটা আমাদের জন্যও ভাল। এখন সমাজমাধ্যমেও অনেকে ক্রিকেট নিয়ে নানা কিছু লেখেন। তবে দুর্ভাগ্যজনক হল, কিছু মানুষের ক্রিকেট সম্পর্কে কোনও ধারণা নেই। অথচ তাঁরাও নানা মন্তব্য করেন।’’ এর পর সাংবাদিকদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি বলেন, ‘‘আপনারা এখন ক্রিকেট সম্পর্কে অনেক বেশি আগ্রহী। আমার থেকেও ক্রিকেট ভাল বোঝেন। ভাবছিলাম আপনাদেরই জিজ্ঞেস করব, সেরা একাদশ কেমন হওয়া উচিত। আপনাদের মতামত শুনব। এটা করলে কি ভাল হবে না? কাকে কাকে খেলানো দরকার এ নিয়ে আপনাদের মতামত নিয়ে এগোলেই মনে হয় ভাল হবে।’’

বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডারের প্রথম ছ’টি জায়গায় পরিবর্তনের পক্ষে যে তিনি নন, তা আরও এক বার বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। নাজমুল বলেছেন, ‘‘তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম এবং শাকিব আল হাসান— এই ছ’জনের মধ্যে কাকে বাদ দেওয়া যেতে পারে? নাইম শেখ এবং আনামুল হক বিজয় ঘরোয়া ক্রিকেটে ওপেনার হিসাবে সাফল্য পাচ্ছে। ওদের এক জনকে কি ব্যাকআপ ওপেনার হিসাবে দলে রাখার দরকার নেই? কেউ চোট পেলে তো সুবিধা হতে পারে।’’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান বলেছেন, এক দিনের বিশ্বকাপের দল নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তাঁর বক্তব্য, ‘‘মাহমুদুল্লাহ এবং আফিফ দু’জনেই ব্যাটার হিসাবে দলে থাকতে পারে। চোট সারিয়ে ফেরার পর থেকে ইয়াসির আলি খুব ভাল খেলতে পারছে না। বোলিংয়ের কথা মাথায় রাখলে আফিফ এবং মোসাদ্দেক হোসেনকে এগিয়ে রাখতে হবে। মাহমুদুল্লাহও একই ভূমিকা পালন করতে পারে। আবার ফিল্ডিংয়ের কথা ভাবলে আফিফ অন্যদের থেকে এগিয়ে রয়েছে। রিয়াদের থেকে আবার মোসাদ্দেক কিছুটা ভাল ফিল্ডার। আপনারা ঠিক কী চান? ভাবছি এক দিন আপনাদের ডেকে বলব সেরা প্রথম একাদশ বেছে দিতে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE