দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ়ের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শুভমন গিলের অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। প্রায় দু’বছর পর তাঁকে আবার ভারতীয় দলের অধিনায়ক হিসাবে দেখা যাবে। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা সফরে শেষ বার নেতৃত্ব দিয়েছিলেন রাহুল।
চোটের জন্য শুভমনকে পাওয়া যাবে না, আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। অস্ট্রেলিয়া সফরে এক দিনের সিরিজ়ে সহ-অধিনায়ক হিসাবে যাওয়া শ্রেয়স আয়ারও মাঠের বাইরে। এই পরিস্থিতিতে এক দিনের সিরিজ়ের জন্য নতুন অধিনায়ক বেছে নিতেই হত অজিত আগরকরদের। টেস্ট সিরিজ়ে প্রত্যাশা অনুযায়ী ফল না হওয়ার কারণেই সম্ভবত পরীক্ষার পথে হাঁটলেন না জাতীয় নির্বাচকেরা। অভিজ্ঞ রাহুলকে দেওয়া হল ১৫ জনের দলের নেতৃত্বের দায়িত্ব।
হার্দিক পাণ্ড্য এখন প্রতিযোগিতা ক্রিকেট খেলার মতো ফিট নন। তাই তাঁর কথা বিবেচনা করা হয়নি। বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজকেও। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ক্রিকেটারদের খেলার চাপ সহনশীল মাত্রার মধ্যে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্তারা। দল নির্বাচনের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে তরুণদের। বিরাট কোহলি এবং রোহিত শর্মা খেলবেন টেম্বা বাভুমাদের বিরুদ্ধে। দু’জনেই দলে রয়েছেন। এক দিনের দলেও জায়গা হয়নি বাংলার মহম্মদ শামির।
আরও পড়ুন:
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন এক দিনের সিরিজ়ের দল: রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক বর্মা, লোকেশ রাহুল (অধিনায়ক), ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, রুতুরাজ গায়কোয়াড়, প্রসিদ্ধ কৃষ্ণ, অর্শদীপ সিংহ এবং ধ্রুব জুরেল।