নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ়ের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অধিনায়ক হয়েছেন ঘাড়ের চোট সারিয়ে ওঠা শুভমন গিল। চোট সারিয়ে দলে ফিরেছেন সহ-অধিনায়ক শ্রেয়স আয়ারও। তাঁকে রাখা হয়েছে শর্তসাপেক্ষে। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ের দলেও জায়গা হয়নি বাংলার জোরে বোলার মহম্মদ শামির।
বিজয় হজারে ট্রফিতে বেশ কয়েক জন ভাল পারফর্ম করলেও পরীক্ষার পথে হাঁটেননি অজিত আগরকরেরা। মূলত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলা দলকেই ধরে রাখা হয়েছে। শ্রেয়সকে সহ-অধিনায়ক হিসাবে রাখা হলেও একটি শর্ত রাখা হয়েছে। তাঁর দলে থাকার বিষয়টি নির্ভর করবে ফিটনেসের উপর। বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের রিপোর্টের ভিত্তিতে তাঁকে দলে রাখা হয়েছে। যদিও চোট পাওয়ার পর শ্রেয়স এখনও কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি। টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা বিবেচনা করে এই সিরিজ়ে বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাহ এবং হার্দিক পাণ্ড্যকে।
অস্ট্রেলিয়া সফরে তৃতীয় এক দিনের ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে পেটে চোট পেয়েছিলেন শ্রেয়স। তার পর থেকে মাঠের বাইরে ছিলেন এক দিনের দলের সহ-অধিনায়ক। প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল, তিন মাস মাঠের বাইরে থাকতে হতে পারে শ্রেয়সকে। কিন্তু প্রত্যাশার চেয়ে দ্রুত সুস্থ হয়ে উঠেছেন তিনি। চোট পাওয়ার দু’মাস পর ম্যাচে ফিরতে চলেছেন শ্রেয়স। সব ঠিক থাকলে আগামী ৬ জানুয়ারি মুম্বইয়ের হয়ে হিমাচল প্রদেশের বিরুদ্ধে বিজয় হজারে ট্রফির ম্যাচ খেলতে পারেন শ্রেয়স।
বেঙ্গালুরুকে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে (সিওএ) রিহ্যাব চলছিল শ্রেয়সের। মেডিক্যাল টিমের সদস্যেরা নিয়মিত তাঁর পরিস্থিতি পর্যালোচনা করেছেন। গত শুক্রবার সিওএ-তে একটি ৫০ ওভারের ম্যাচ খেলেন শ্রেয়স। যাকে বলা হয় ‘রিটার্ন টু প্লে ম্যাচ সিমুলেশন’। খেলতে কোনও রকম সমস্যা হয়নি শ্রেয়সের। তার পরই তাঁকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার ছাড়পত্র দিয়েছেন বোর্ডের চিকিৎসকেরা। তবে মুম্বইয়ের হয়ে খেলার পরই বোঝা যাবে শ্রেয়স আন্তর্জাতিক ম্যাচের ধকল নিতে পারবেন কি না।
শুভমনের দলে থাকা নিয়ে শনিবার সকালে কিছুটা সংশয় তৈরি হয়। পেটের সমস্যার জন্য পঞ্জাবের হয়ে সিকিমের বিরুদ্ধে বিজয় হজারে ট্রফির ম্যাচ খেলতে পারেননি তিনি। যদিও পঞ্জাব দলের তরফে সকালেই জানিয়ে দেওয়া হয় শুভমনের গুরুতর কোনও সমস্যা নেই। খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থতার জন্য তাঁরে বিশ্রাম দেওয়া হয়েছে। ৬ জানুয়ারি গোয়ার বিরুদ্ধে তিনি খেলবেন।
বিজয় হজারে ট্রফিতে ভাল পারফর্ম করেও জাতীয় দলে ফিরতে পারলেন না শামি। মনে করা হয়েছিল, এক দিনের ক্রিকেটের দলে তাঁকে ফেরানো হতে পারে। কিন্তু আগরকরদের সিদ্ধান্ত শামির অপেক্ষা আরও বৃদ্ধি করল। যেমন সুযোগ পাননি বিজয় হজারেতে ভাল পারফর্ম করা সরফরাজ় খান, দেবদত্ত পাড়িক্কল, রুতুরাজ গায়কোয়াড়েরা। আবার দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে ধ্রুব জুরেলের চেয়ে বেশি গুরুত্ব পেয়েছেন ঋষভ পন্থ।
আরও পড়ুন:
ভারতীয় দল: শুভমন গিল (অধিনায়ক), শ্রেয়স আয়ার (সহ-অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজা, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণ, কুলদীপ যাদব, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), নীতীশ কুমার রেড্ডি, অর্শদীপ সিংহ এবং যশস্বী জয়সওয়াল।