দু’মাসের মধ্যে দ্বিতীয় বার বিশেষ সাধারণ সভা ডাকল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী ১ মার্চ মুম্বইয়ে হবে বোর্ডের বিশেষ সাধারণ সভা। এই সভায় বোর্ডের নতুন যুগ্ম সচিব মনোনীত হবেন। দেবজিৎ শইকিয়া বিসিসিআই সচিব মনোনীত হওয়ায় খালি হয়েছে যুগ্ম সচিবের পদ।
জয় শাহ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হওয়ায় খালি হয়েছিল বিসিসিআই সচিবের পদ। সে সময় যুগ্ম সচিবের দায়িত্বে ছিলেন দেবজিৎ। গত মাসে তিনি বোর্ডের নতুন সচিব মনোনীত হয়েছেন। অসমের ক্রিকেট কর্তা সচিব হওয়ায় খালি হয় যুগ্ম সচিবের জায়গা। সেই শূন্যস্থান পূরণ করার জন্যই আগামী ১ মার্চ বিশেষ সাধারণ সভা ডাকা হয়েছে। বিভিন্ন রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে বোর্ড যে নোটিস পাঠিয়েছে, তাতে ১ মার্চের সভার আলোচ্য সূচিতে শুধু একটি বিষয়ই রয়েছে।
বিসিসিআইয়ের নতুন যুগ্ম সচিব হিসাবে তিন জনের নাম শোনা যাচ্ছে। এই তিন জনের মধ্যে এক জন দায়িত্ব পেতে পারেন। দৌড়ে রয়েছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়া, দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রোহন জেটলি এবং মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঞ্জয় নায়েক। নতুন যুগ্ম সচিব বেছে নেওয়ার জন্য ভোটাভুটি হবে না। বিশেষ সাধারণ সভা থেকে মনোনীত করা হবে। উল্লেখ্য, বোর্ড সচিবের পর যুগ্ম সচিবের দায়িত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এই নিয়ে দু’মাসের কম সময়ের মধ্যে দ্বিতীয় বার বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভা হচ্ছে। গত ১২ জানুয়ারির বিশেষ সাধারণ সভায় বোর্ডের সচিব হিসাবে মনোনীত হয়েছিলেন দেবজিৎ। একই সভায় নতুন কোষাধ্যক্ষ মনোনীত হয়েছিলেন প্রভতেজ সিংহ ভাটিয়া।