এশিয়া কাপে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দলকে খেলতে হবে প্রধান স্পনসর ছাড়াই। ‘ড্রিম ১১’ সরে যাওয়ার পর এই মুহূর্তে ভারতীয় দলের কোনও স্পনসর নেই। নতুন স্পনসর পেতে এশিয়া কাপের অর্ধেকের বেশি হয়ে যাবে। নতুন সংস্থার সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি হবে।
ভারতীয় দলের প্রধান স্পনসর হতে আগ্রহী সংস্থাগুলির কাছ থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) মঙ্গলবার দরপত্র আহ্বান করেছে। তাতে বলা হয়েছে, আগ্রহী ভারতীয় সংস্থাগুলিকে আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে অফেরতযোগ্য ৫ লাখ টাকা দিয়ে আবেদন পত্র সংগ্রহ করতে হবে। জিএসটি (৯০ হাজার টাকা) আলাদা। দরপত্র জমা দেওয়ার শেষ দিন ১৬ সেপ্টেম্বর। বিদেশি সংস্থাগুলিকে আবেদন পত্র সংগ্রহ করতে হবে ৫৬৭৫ ডলারের (প্রায় ৫ লাখ ২৫০ টাকা) বিনিময়ে। জানানো হয়েছে, আবেদন পত্র বাতিল করার সম্পূর্ণ অধিকার থাকবে বিসিসিআইয়ের।
আগ্রহী সংস্থাগুলির ক্ষেত্রে কিছু প্রাথমিক শর্তও দেওয়া হয়েছে। যেমন, শেষ তিন আর্থিক বছরে সংশ্লিষ্ট সংস্থার বার্ষিক আয় গড়ে অন্তত ৩০০ কোটি টাকা হতে হবে অথবা শেষ তিন আর্থিক বছরে সংশ্লিষ্ট সংস্থার মোট সম্পদের পরিমাণ ৩০০ কোটি টাকা হতে হবে। একই সংস্থার যদি একাধিক পণ্য থাকে, তবু সেই সংস্থা একটিই দরপত্র দিতে পারবে। কোন ধরনের সংস্থাগুলি আবেদন করতে পারবে না, তা-ও জানিয়ে দিয়েছে বিসিসিআই।
আগামী এশিয়া কাপ শুরু হবে ৯ সেপ্টেম্বর থেকে। ভারতের প্রথম ম্যাচ ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে। বিসিসিআইয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, তার মধ্যে নতুন স্পনসরের প্রক্রিয়া শেষ হবে না। স্বাভাবিক ভাবেই এশিয়া কাপে ভারতীয় দলকে খেলতে হবে স্পনসর ছাড়াই। তবে মহিলাদের এক দিনের বিশ্বকাপ শুরুর আগে নতুন স্পনসর চূড়ান্ত হয়ে যেতে পারে। বিসিসিআই কর্তাদের আশা, আগামী তিন বছরে প্রধান স্পনসরের কাছ থেকে অন্তত ৪৫০ কোটি পাওয়া যাবে।