কড়া সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। গাফিলতির খেসারত দিতে হল কর্নাটক ক্রিকেট সংস্থাকে। বিরাট কোহলিদের আইপিএল জয়ের পর উৎসবে যোগ দিতে গিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। সেই ঘটনার পর বেঙ্গালুরু থেকে ম্যাচ সরিয়ে নিল ভারতীয় ক্রিকেট বোর্ড।
ভারতীয় ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ১৩ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত বেঙ্গালুরুতে ভারত ‘এ’ ও দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের মধ্যে তিন ম্যাচের এক দিনের সিরিজ় খেলার কথা ছিল। কিন্তু সেই ম্যাচ বেঙ্গালুরু থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তা হবে রাজকোটে। কী কারণে ম্যাচ সরল, সে বিষয়ে এখনও মুখ খোলেনি কর্নাটক ক্রিকেট সংস্থা। তবে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাজ্য সংস্থার কর্তাদের সঙ্গে কথা বলেছেন বিসিসিআইয়ের কর্তারা। তার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এক দিনের সিরিজ়ের আগে দুই দলের মধ্যে দু’টি চার দিনের ম্যাচও হবে। লাল বলের সেই খেলা দু’টিও আগে বেঙ্গালুরুতে হওয়ার কথা ছিল। এ বার তা হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে।
আরও পড়ুন:
শুধু ভারত ‘এ’ বনাম দক্ষিণ আফ্রিকা ‘এ’ নয়, সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের মধ্যে মহিলাদের এক দিনের বিশ্বকাপের যে ম্যাচ বেঙ্গালুরুতে হওয়ার কথা, তা-ও সরে যেতে পারে। এই বিষয়ে বিসিসিআইয়ের সঙ্গে কথা হয়েছে আইসিসির। মহিলাদের বিশ্বকাপ যে পাঁচটা মাঠে হওয়ার কথা তার মধ্যে একটা চিন্নাস্বামী। সেখানেই উদ্বোধন (৩০ সেপ্টেম্বর), একটা সেমিফাইনাল (৩০ অক্টোবর) ও ফাইনাল (২ নভেম্বর) হওয়ার কথা। অবশ্য পাকিস্তান ফাইনালে উঠলে খেলা হবে কলম্বোয়। সেই ম্যাচগুলো অন্য মাঠে সরে যেতে পারে।
বোর্ড সূত্রে খবর, আপাতত কয়েক মাস বেঙ্গালুরুতে কোনও বড় ম্যাচ হবে না। গত ৩ জুন চিন্নাস্বামীর বাইরে বেঙ্গালুরু সমর্থকদের যে ভিড় জড়ো হয়েছিল, তার একটা বড় অংশ জোর করে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেছিল। ফলে স্টেডিয়ামের অনেক জায়গায় ক্ষতি হয়েছে। কিছু জায়গায় দেওয়াল ভেঙে পড়েছে। কোথাও রেলিং ভেঙে গিয়েছে। সেই সব মেরামত করতে হবে। পাশাপাশি ১১ জনের মৃত্যুর পর স্টেডিয়ামে ঢোকা ও বার হওয়ার রাস্তা উপযুক্ত কি না তা-ও খতিয়ে দেখতে চাইছে বোর্ড। নিরাপত্তার বিষয়টাও খতিয়ে দেখা হবে।