Advertisement
০২ মে ২০২৪
Virat Kohli

BCCI: অধিনায়কত্ব থেকে সরানোর ২৪ ঘণ্টা পরে কোহলীকে ধন্যবাদ জানাল ভারতীয় বোর্ড

কোহলীকে একদিনের ক্রিকেটের অধিনায়কত্ব থেকে সরানোর কথা বোর্ড প্রেস বিজ্ঞপ্তির নীচে এক লাইনে জানিয়েছিল। ২৪ ঘণ্টা পর বিরাটকে ধন্যবাদ দিল বোর্ড।

 কোহলীকে ধন্যবাদ জানাল ভারতীয় বোর্ড।

কোহলীকে ধন্যবাদ জানাল ভারতীয় বোর্ড। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২১ ০৮:৫০
Share: Save:

বিরাট কোহলীকে একদিনের ক্রিকেটের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ায় কেউ কেউ ভারতীয় ক্রিকেট বোর্ডের সমালোচনা করছেন। কেউ বলছেন, এটাই সঠিক সিদ্ধান্ত। কেউ আবার বলছেন, সিদ্ধান্ত সঠিক হলেও বোর্ডের উচিত ছিল, বিষয়টিকে আরও ভাল ভাবে সামলানো।

কোহলীকে একদিনের ক্রিকেটের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা বোর্ড একটি প্রেস বিজ্ঞপ্তির নীচে এক লাইনে জানিয়ে দিয়েছিল। বুধবার সেই বিবৃতি দেওয়ার প্রায় ২৪ ঘণ্টা পরে কোহলীকে ধন্যবাদ জানাল ভারতীয় বোর্ড।

বৃহস্পতিবার রাতে তারা একটি টুইট করেছে। সেই টুইটে লেখা হয়েছে, ‘একজন নেতা যে দৃঢ়তা, একাগ্রতা, আবেগ দিয়ে দলকে নেতৃত্ব দিয়েছে। ধন্যবাদ ক্যাপ্টেন কোহলী।’ সেই টু‌ইটে একদিনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে কোহলীর পরিসংখ্যান দেওয়া হয়েছে। রয়েছে তিনটি ছবির কোলাজও।

তার এক ঘণ্টা পরে বোর্ড আরও একটি টুইট করে। সেখানে পুণেতে একদিনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে কোহলীর রান তাড়া করে জেতানোর পুরনো টুইট আবার পোস্ট করা হয়। তারপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ জেতানো আরও একটি ইনিংসের পুরনো টুইট পোস্ট করা হয়।

বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবারই কোহলীকে অধিনায়ক হিসেবে সরিয়ে দেওয়ার কারণ নিয়ে মুখ খুলেছিলেন। সংবাদ সংস্থাকে সাক্ষাৎকারে সৌরভ বলেছিলেন, “এই সিদ্ধান্ত বোর্ড এবং নির্বাচকদের তরফে যৌথ ভাবে নেওয়া হয়েছে। বোর্ড এর আগে কোহলীকে অনুরোধ করেছিল টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে না সরতে। কোহলী রাজি হয়নি। এর পরেই নির্বাচকরা সিদ্ধান্ত নেন, দুটো সাদা বলের ফরম্যাটে দু’ জন আলাদা অধিনায়ক রাখার অর্থ নেই। তাই ঠিক করা হয় কোহলীকে টেস্ট অধিনায়ক রাখা হবে এবং সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব দেবে রোহিত। আমি নিজে সভাপতি হিসেবে ব্যক্তিগত ভাবে কোহলীর সঙ্গে কথা বলেছি। নির্বাচক কমিটির চেয়ারম্যানও ওর সঙ্গে কথা বলেছেন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Virat Kohli Sourav Ganguly BCCI Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE