গত বছর থেকে শুরু হয়েছে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ। এ বারও সেই প্রতিযোগিতা হবে। আগামী মাসে শুরু হতে চলেছে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ। গত বারের মতোই পুরুষ ও মহিলাদের প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতার দিনক্ষণ জানিয়ে দিয়েছে বাংলার ক্রিকেট সংস্থা।
বাংলার ক্রিকেট সংস্থা জানিয়েছে, ১৬ মে থেকে শুরু হবে এ বারের বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ। পুরুষদের প্রতিযোগিতা শেষ হওয়ার পর মহিলাদের প্রতিযোগিতা হবে। সেই প্রতিযোগিতা শুরু হবে ৪ জুন থেকে। গত বার পুরুষদের সব ম্যাচ হয়েছিল ইডেন গার্ডেন্সে। মহিলাদের প্রতিযোগিতা হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে। তবে মহিলাদের ফাইনালও হয়েছিল ইডেনে।
আরও পড়ুন:
গত বারের মতো এ বারও আটটি দল বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে খেলবে। সেগুলি হল— লাক্স শ্যাম স্টিল কলকাতা, হারবার ডায়মন্ডস, রাশমি মেদিনীপুর উইজ়ার্ডস, সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স, শ্রাচী রাঢ় টাইগার্স, অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স, মুর্শিদাবাদ কিংস অ্যান্ড কুইন্স এবং সোবিস্কো স্ম্যাশার্স মালদা। প্রতিটি দলের পুরুষ ও মহিলাদের দল অংশ নেবে প্রতিযোগিতায়।
গত বার পুরুষদের প্রতিযোগিতায় যুগ্ম বিজয়ী হয়েছিল সোবিস্কো স্ম্যাশার্স মালদা ও মুর্শিদাবাদ কিংস। ইডেনে বৃষ্টির কারণে ফাইনাল খেলার ফয়সালা হয়নি। মহিলাদের খেলায় চ্যাম্পিয়ন হয়েছিল লাক্স শ্যাম কলকাতা টাইগার্স। রানার্স হয়েছিল মুর্শিদাবাদ কুইন্স।