ডব্লিউপিএলে বিধ্বংসী ইনিংস উপহার দিলেন বেথ মুনি। ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে ৫৯ বলে ৯৬ রানের অপরাজিত ইনিংস খেললেন গুজরাত জায়ান্টসের তারকা।
অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ১৭টি চারের সৌজন্যে এই ইনিংস গড়েন। শতরানের চেষ্টাও করেছিলেন। কিন্তু মুনি চেয়েছিলেন, শেষ পর্যন্ত ক্রিজ়ে থেকে বিপক্ষের সামনে বড় রানের লক্ষ্য দিতে। নিজের জন্য ব্যাট করেননি। দলের জন্য খেলেছেন। ইনিংস গড়তে গিয়েই তিনি নিজের শতরানের কথা ভাবেননি।
হরলীন দেওলও রান পেলেন সোমবার। ৩২ বলে ৪৫ রানের ইনিংস খেলেন তিনি। মুনির সঙ্গে ১০১ রানের জুটি গড়েন ভারতীয় ব্যাটার।
১৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০৫ রানে অলআউট ইউপি। তিনটি করে উইকেট নেন কাস্বী গৌতম ও তনুজা কনওয়ার। দু’উইকেট ডিয়ান্ড্রা ডটিনের। একটি করে উইকেট নেন মেঘনা সিংহ ও অ্যাশলে গার্ডনার।
ইউপি-কে হারিয়ে ডব্লিউপিএলে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকল গুজরাত। লিগ তালিকার একেবারে দ্বিতীয় স্থানে উঠে এলেন মুনিরা।
ম্যাচ শেষে মুনি বলেছেন, ‘‘পিচ খুব ভাল ছিল। শুরু থেকেই শট খেলা যাচ্ছিল। আমার মনে হয়েছিল ১৬০ রান তুললেই এই পিচে যথেষ্ট। হরলীনের সঙ্গে বড় জুটি গড়ার পরে বুঝতে পারি, এই পিচ বড় রানের।’’ যোগ করেন, ‘‘আমাদের দলের জন্য এই জয়টা সত্যি খুব জরুরি। লিগ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছি। প্লে-অফের আশা এখনও ছাড়ছি না। এই ছন্দটাই ধরে রাখতে হবে প্রত্যেককে। আশা করি, আমরা পরের ম্যাচেও সফল হব।’’
ব্যাটারদের ব্যর্থতায় হতাশ ইউপি অধিনায়ক দীপ্তি শর্মা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)