প্রথম বার জেতার সুযোগ তৈরি হয়েছিল তখন। ফলে উত্তেজনা ধরে রাখতে পারেননি উবেইদ শাহ। উল্লাস করার সময় সতীর্থ উসমান খানকে সজোরে আঘাত করে ফেলেন তিনি। আহত হন উসমান। মাঠেই চিকিৎসা হয় তাঁর। ফলে খেলা কিছু ক্ষণ বন্ধ রাখতে হয়।
এই অদ্ভুত ঘটনা ঘটেছে পাকিস্তান সুপার লিগে। মুলতান সুলতান বনাম লাহোর কলন্দর্সের ম্যাচ চলছিল। এর আগে মুলতান একটিও ম্যাচ জেতেনি। পয়েন্ট তালিকায় তিন নম্বরে থাকা লাহোরের বিরুদ্ধে জয়ের সুযোগ তৈরি হয়েছিল তাদের। প্রথমে ব্যাট করে ২২৮ রান করে মুলতান। পরে বলও ভাল করে তারা। শেষ পর্যন্ত ৩৩ রানে জেতে মুলতান।
মুলতানের জয়ে বড় ভূমিকা নেন উবেইদ। তিনটি উইকেট নেন তিনি। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল স্যাম বিলিংসের উইকেট। ২৩ বলে ৪৩ রান করে খেলছিলেন তিনি। ১৫তম ওভারে বিলিংসকে আউট করেন উবেইদ। তার পরেই ঘটে সেই ঘটনা। সতীর্থদের সঙ্গে উল্লাস করছিলেন উবেইদ। এগিয়ে আসেন উইকেটরক্ষক উসমানও। তাঁর সঙ্গে হাই ফাইভ করতে গিয়েছিলেন উবেইদ। কিন্তু হাত সজোরে গিয়ে লাগে উসমানের কপালে। তিনি সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান।
আরও পড়ুন:
উসমান বেশ কিছু ক্ষণ মাটিতে শুয়েছিলেন। তাঁকে দেখে বোঝা যাচ্ছিল, আঘাত লেগেছে তাঁর। মাঠেই ছুটে আসেন চিকিৎসক। যদিও বাকি সতীর্থেরা বিষয়টি বেশি গম্ভীর ভাবে নেননি। তাঁরা হাসছিলেন। উসমান আঘাত করে উবেইদও হাসছিলেন। কিছু ক্ষণ চিকিৎসার পরে আবার খেলা শুরু করেন উসমান। এই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল।