বাংলা থেকে প্রথম বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রিচা ঘোষ। তাঁকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত জানাল সিএবি। শনিবার আনুষ্ঠানিক ভাবে রিচাকে সংবর্ধনা দেওয়া হবে সিএবিতে। উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও ঝুলন গোস্বামী।
ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটারকে সোনার ব্যাট ও বল উপহার দেওয়া হবে। সেখানে সইও থাকবে সৌরভ ও ঝুলনের।
বিশ্বকাপে সব চেয়ে বেশি ছক্কা এসেছে রিচার ব্যাটে। মোট ১২টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তাঁর ধারে কাছেও নেই কোনও ভারতীয় ক্রিকেটার। সেমিফাইনাল ও ফাইনালে দ্রুত রান করে দলকে ভাল জাগায় পৌঁছে দিয়েছেন। তাঁর অবদানকে স্মরণীয় করে রাখতে চায় সিএবি।
বিরাট কোহলিকেও সোনার ব্যাট উপহার দেওয়া হয়েছিল। এ বার একই সম্মান পাচ্ছেন রিচা। এ বিষয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘‘বিশ্বমঞ্চে নিজের লড়াকু মানসিকতা, প্রতিভা ও শীতল মস্তিষ্কের পরিচয় দিয়েছে রিচা। ওকে আমরা সম্মানিত করছি। ভারতীয় ক্রিকেটে ওর অবদানকে আমরা ভুলব না।’’
রিচার বাবা মানবেন্দ্র ঘোষ পৌঁছে গিয়েছেন শিলিগুড়ি। সেখানেও রিচার সংবর্ধনার আয়োজন চলছে।
এ দিকে মেয়েদের অনূর্ধ্ব-১৯ ম্যাচ আয়োজন করতে না পারায় বোর্ড থেকে কড়া ই-মেল পাঠানো হল সিএবি-তে। সৌরভ গঙ্গোপাধ্যায় বিদেশে। তারই মাঝে বোর্ডের জোড়া ম্যাচ আয়োজন করতে পারল না সিএবি। উত্তর প্রদেশ-দিল্লি এবং অন্ধ্রপ্রদেশ-রাজস্থান ম্যাচ বৃহস্পতিবার আয়োজন হওয়ার কথা ছিল দেশবন্ধু পার্কের মাঠে। কিন্তু ম্যাচ রেফারি সেই মাঠে গিয়ে দেখেন পিচ তৈরি নেই। বোর্ডকে এ বিষয়ে লিখিত অভিযোগ জানান তিনি। তারা চিঠি পাঠায় সিএবিকে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)