ইডেন টেস্টে ভারতীয় শিবিরে উদ্বেগ। অধিনায়ক শুভমন গিলকে নিয়ে উদ্বেগ। মধ্যাহ্নভোজের আগে মাত্র ৩ বল খেলেই মাঠ ছাড়তে হয়েছে শুভমনকে। সিমন হারমারকে চার মারতে গিয়ে ঘাড়ের পেশিতে টান ধরেছে তাঁর। তার পরই ফিজিয়োর সঙ্গে মাঠ ছাড়েন শুভমন। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়ে দিল, তিনি ব্যাট করতে পারবেন কি না, নিশ্চিত নয়।
শনিবার সকালে হঠাৎই শুভমনকে নিয়ে তৈরি হল উদ্বেগ। ব্যাট করতে নেমে তৃতীয় বলেই চোট পেলেন তিনি। তাঁর ঘাড় শক্ত হয়ে গিয়েছে। ভারতীয় দলের ফিজিয়ো মাঠে নেমে চেষ্টা করেও স্বাভাবিক করতে পারেননি। অস্বস্তি বোধ করায় ৩ বলে ৪ করে উঠে যান শুভমন। ভারতীয় শিবিরও ঝুঁকি নিতে চায়নি। ব্যাট করতে নামানো হয় ঋষভ পন্থকে।
বিসিসিআই বিবৃতি দিয়ে দুপুর ১২.৪১ মিনিটে জানিয়েছে, ‘‘শুভমন গিলের ঘাড় শক্ত হয়ে গিয়েছে। দলের মেডিক্যাল টিম ওর পরিস্থিতির উপর নজর রাখছে। আবার মাঠে নামতে পারবে কি না, তা নির্ভর করবে ওর পরিস্থিতির উন্নতির উপর।’’
ভারতের ইনিংসের ৩৫তম ওভারে ওয়াশিংটন সুন্দর আউট হওয়ার পর চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন শুভমন। সেই ওভারেই ঘাড়ে টান লাগায় মাঠ ছাড়েন শুভমন। দলের ৪ উইকেট পড়ার পরও ব্যাট করতে নামতে পারেননি তিনি। সূত্রের খবর সাজঘর এবং মাঠের তাপমাত্রার পার্থক্যের কারণে সমস্যা হয়ে থাকতে পারে শুভমনের। কলার পরানো হয়েছে তাঁকে। ‘আইস প্যাক’ দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, শনিবার সকাল থেকেই সমস্যা হচ্ছিল শুভমনের। খেলা শুরুর আগে গা ঘামানোর সময়ও তাঁর মধ্যে অস্বস্তি দেখা গিয়েছিল। দলের সাপোর্ট স্টাফদের সঙ্গে কথাও বলেন। স্বভাবতই ক্রিকেটপ্রেমীদের মধ্যে শুভমনকে নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ।
আরও পড়ুন:
আশা করা হচ্ছে, পরের দিকে ব্যাট করতে নামবেন শুভমন। মধ্যাহ্নভোজের বিরতির মধ্যে অধিনায়ককে মাঠে নামার জন্য তৈরি করে ফেলবেন ভারতীয় দলের মেডিক্যাল স্টাফেরা।