টি২০ বিশ্বকাপ চলাকালীন প্রথম আভাস দিয়েছিলেন অবসরের। গ্রুপের শেষ ম্যাচে ক্রিস গেলের হাবভাব দেখে মনে হয়েছিল অবসর হয়তো নিয়েই ফেললেন ‘ইউনিভার্স বস’। কিন্তু পরে তিনি জানান, ঘরের মাঠে ক্রিকেটকে অলবিদা জানাবেন। অথচ আসন্ন সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ দলে সুযোগই পেলেন না তিনি।
ঘরের মাঠে আগামী আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। সেখানে নাম নেই গেলের। জানুয়ারিতে দু’টি সিরিজ মিলিয়ে মোট তিনটি এক দিনের ম্যাচ ও ছ’টি টি২০ ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। শোনা যাচ্ছিল আয়ারল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠ জামাইকায় শেষ ম্যাচ খেলবেন গেল। তবে তার সম্ভাবনা নেই।