Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২০ জানুয়ারি ২০২২ ই-পেপার

Michael Vaughan: দেশীয় সংবাদমাধ্যম থেকে বিতাড়িত ইংরেজ ক্রিকেটার, অ্যাশেজে গাইতে হবে অস্ট্রেলিয়ার গুণগান

নিজস্ব প্রতিবেদন
কলকাতা ০২ ডিসেম্বর ২০২১ ১২:৫২
মাইকেল ভন

মাইকেল ভন
ফাইল ছবি

দেশের সম্প্রচার মাধ্যমে পুরোপুরি নির্বাসিত হয়ে গেলেন মাইকেল ভন। বিবিসি-র পর এ বার অ্যাশেজ সফর থেকে তাঁকে অব্যাহতি দিল আর এক ইংরেজ টিভি চ্যানেল ‘বিটি স্পোর্ট’ও। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত জানানো হয়েছে। ২০০৯-এ ইয়র্কশায়ারে থাকাকালীন যে ধরনের বর্ণবিদ্বেষী মন্তব্য করেছিলেন ভন, তারই প্রতিবাদে এই সিদ্ধান্ত।

পাকিস্তান বংশোদ্ভূত ক্রিকেটার আজিম রফিক সরাসরি ভনের নাম করে তাঁর দিকে বর্ণবিদ্বেষী মন্তব্য করার অভিযোগ তুলেছিলেন। ভন পরে ক্ষমা চাইলেও ব্যাপারটা এখনও থিতিয়ে যায়নি। ইংল্যান্ড ক্রিকেট এখনও বর্ণবিদ্বেষ-বিতর্কে উত্তাল। ফলে ভনকে সরানোয় অবাক হননি কেউ।

Advertisement

তবুও অ্যাশেজ থেকে পুরোপুরি সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে না ভনের। তিনি অস্ট্রেলিয়ার সম্প্রচারমাধ্যম ফক্স স্পোর্টস-এর ধারাভাষ্যকার হিসেবে কাজ করবেন। যদিও সেখানে নিজের দেশের বদলে বিপক্ষের গুণগান বেশি গাইতে হবে। অস্ট্রেলিয়ার থেকে সম্প্রচারের স্বত্ব কেনায় বিটি স্পোর্টেও ভনকে দেখতে পাওয়ার সম্ভাবনা ছিল। তবে সেই চ্যানেল ঠিক করেছে, ভন যখন ধারাভাষ্য দেবেন, তখন সেটি না শুনিয়ে স্টুডিয়োর অন্যান্য বিশেষজ্ঞদের মতামত তুলে ধরা হবে।

বুধবারই ভন টুইট করে জানিয়েছিলেন, তিনি করোনায় আক্রান্ত। ফলে আগামী সপ্তাহের আগে অস্ট্রেলিয়ায় যেতে পারবেন না।

আরও পড়ুন

Advertisement