Advertisement
১৯ মে ২০২৪
Rohit Sharma

Suryakumar Yadav: রোহিতের আক্রমণাত্মক ব্যাটিংয়ে বাড়তি কিছু দেখছেন না তাঁর সতীর্থ ক্রিকেটার

সূর্যকুমার বলেছেন, ‘বেঙ্কটেশ চার মেরে ইনিংস শুরু করে। তখনই আমার মনে হয়, শেষ পর্যন্ত থেকে ম্যাচ শেষ করার এটাই দু’জনের জন্য সঠিক মঞ্চ।’’

অধিনায়ক রোহিতের ব্যাটিংয়ের প্রশংসায় সূর্যকুমার।

অধিনায়ক রোহিতের ব্যাটিংয়ের প্রশংসায় সূর্যকুমার। ছবি: পিটিআই

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২২ ২০:৩১
Share: Save:

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি ২০ ম্যাচে ইনিংস শুরু করতে নেমে দুরন্ত ব্যাটিং করেছেন রোহিত শর্মা। তাঁর ইনিংসের প্রশংসায় করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ১৫৮ রান তাড়া করতে নেমে মাত্র ১৯ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। প্রথম উইকেটে ঈশান কিশনের সঙ্গে জুটিতে ৬৪ রান তুলে দলের ইনিংসের ভিত গড়ে দেন ভারত অধিনায়ক। তাতেই এসেছে সহজ জয়।

রোহিতের অধিনায়কোচিত ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ তাঁর সতীর্থরা। সূর্যকুমার যাদব বলেছেন, ‘‘রোহিত আলাদা কিছুই করেনি। অথচ মাঝের ব্যাটারদের জন্য শক্ত ভিত তৈরি করে দেয়। অধিনায়ক হিসেবে দলের ব্যাটিংয়ের আক্রমণাত্মক সুর বেধে দেয়।’’ ইডেনে বুধবার রোহিতের ব্যাট থেকে এসেছে চারটি চার এবং তিনটি ছয়। শুরুতে ঈশান কিছুটা স্লথ থাকলেও, তা বোঝা যায়নি রোহিতের দাপটে। এ নিয়ে সূর্যকুমার বলেছেন, ‘‘কী বলব? গোটা বিশ্বই ওর ব্যাটিং দেখেছে। ও উঁচু মানের খেলোয়াড়। গত কয়েক বছর ধরে ভারতের হয়ে যেভাবে খেলছে, সেভাবেই খেলেছে। কিছুই আলাদা করেনি।’’ সূর্যকুমার মনে করেন, তাঁদের অধিনায়কই দু’দলের মধ্যে আসল পার্থক্য গড়ে দিয়েছেন। রোহিতের ইনিংস নিয়ে সূর্যকুমার আরও বলেছেন, ‘‘যখন ও পাওয়ার প্লে-তে ব্যাট করছিল, যখন ও মনে করছে ভাল ছন্দে রয়েছে, তখন সুযোগ দারুণ ভাবে কাজে লাগিয়েছে। একদম সামনে থেকে নেতৃত্ব দিয়েছে।’’

বিরাট কোহলী এবং ঋষভ পন্থ দ্রুত আউট হওয়ার পর ভারতের ইনিংস এগিয়ে নেওয়ার দায়িত্ব নেন সূর্যকুমার। নিজের ইনিংস নিয়ে বলেছেন, ‘‘শেষ পর্যন্ত থেকে খেলা শেষ করা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। এমন পরিস্থিতিতে আগেও কয়েকবার পড়েছি। কিন্তু, প্রতিবারই আমি আউট হয়ে গিয়েছি ২০-২৫ রান বাকি থাকতেই। খুব খারাপ লাগত আমার। মনে হয়েছিল, ওটা আমার জন্য সঠিক পরিস্থিতি। শেষ পর্যন্ত জয়ী দলের সদস্য হতে পেরে দারুণ খুশি হয়েছি।’’

সূর্যকুমারের সঙ্গে শেষ পর্যন্ত বাইশ গজে ছিলেন বেঙ্কটেশ আয়ার। ঝড়ের গতিতে ২৪ রান করেন তিনি। আয়ারের ইতিবাচক ভাবে ব্যাট করতে আসা দেখে নিজেও আত্মবিশ্বাস পান জানিয়ে সূর্যকুমার বলেছেন, ‘‘বেঙ্কটেশ চার মেরে ইনিংস শুরু করে। তখনই আমার মনে হয়, শেষ পর্যন্ত থেকে ম্যাচ শেষ করার এটাই দু’জনের জন্য সঠিক মঞ্চ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE