Advertisement
E-Paper

শেষ বলে দলকে জিতিয়েই মাঠে লুটিয়ে পড়ে গেলেন ক্রিকেটার, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু

শেষ বলটি করার পরেই মাঠে লুটিয়ে পড়েন আহমের। মাঠে থাকা চিকিৎসক দ্রুত সিপিআর দিলে সামান্য সাড়া দেন আহমের। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ১৯:৩৫
death

—প্রতীকী চিত্র।

দলকে জেতানোর ঠিক পরেই মাঠে মৃত্যু হল ক্রিকেটারের। উত্তরপ্রদেশের মোরাদাবাদে ঘটনাটি ঘটেছে। আহমের খান ম্যাচের শেষ বলটি করেন। তাঁর দল জিতে যায়। তারপরেই মাঠে লুটিয়ে পড়েন ওই বোলার। সেখানেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।

উত্তরপ্রদেশের ভেটেরান্স ক্রিকেট সংস্থা ম্যাচটির আয়োজন করেছিল। বিলারি ব্লকের সুগার মিল গ্রাউন্ডসে মোরাদাবাদ ও সম্ভলের ম্যাচ চলছিল। জেতার জন্য সম্ভলের ৪ বলে ১৪ রান দরকার ছিল। বাঁহাতি পেসার আহমেরের বলে সেই রান তুলতে পারেনি সম্ভল।

শেষ বলটি করার পরেই মাঠে লুটিয়ে পড়েন আহমের। বল করার সময়ই নাকি তিনি জোরে শ্বাস নিচ্ছিলেন। তিনি পড়ে যাওয়ার পর মাঠে থাকা এক চিকিৎসক দ্রুত সিপিআর দিলে সামান্য সাড়া দেন আহমের। কিন্তু তাতে শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

ভিডিয়োয় দেখা গিয়েছে, আহমেরের শেষ বলটিতে লেগের দিকে চার মারেন ব্যাটার। আহমের বলটা ছাড়ার পরেই ক্রিজ়ে প্রথমে বসে পড়েন ও তার পর শুয়ে পড়েন। দল জেতার পর আহমেরের সতীর্থরা উৎসব করতে শুরু করেন। কিন্তু আহমারকে মাঠে পড়ে থাকতে দেখে তাঁরা ছুটে আসেন। আহমের আর সাড়া দেননি।

স্থানীয় ক্রিকেটে মহলে যথেষ্ট পরিচিত ছিলেন আহমের। বহুদিন ধরে ক্রিকেট খেলেছেন। প্রতিযোগিতার আয়োজকেরা বলেছেন, “আমরা শুধু একজন ক্রিকেটারকে হারালাম না। একজন প্রিয় মানুষকেও হারালাম।”

মাঠে ছিলেন স্থানীয় বিধায়ক হাজি মহম্মদ ফাহিম ইরফান। তিনি এই ঘটনায় শোকপ্রকাশ করেন। আহমের মোরাদাবাদের একতা বিহার এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর স্ত্রী, দুই সন্তান ও বোন রয়েছেন।

Uttar Pradesh Heart Attack
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy