দক্ষ উইকেটরক্ষক এবং ব্যাটার হিসাবেই পরিচিত ঋষভ পন্থ। তিরন্দাজিতেও দক্ষতা রয়েছে তাঁর। চোট সারিয়ে ২২ গজে ফেরার প্রস্তুতির মধ্যেই পন্থ হাতে তুলে নিয়েছেন তির-ধনুক। নজর কেড়েছেন প্রথম প্রচেষ্টাতেই।
দিল্লির হয়ে রঞ্জি ট্রফি খেলবেন পন্থ। সব ঠিক থাকলে আগামী ২৫ অক্টোবর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন তিনি। রঞ্জির দু’টি ম্যাচ খেলার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলতে পারেন। ২২ গজে ফেরার প্রস্তুতির মধ্যেই তিরন্দাজিতে নিজের দক্ষতার পরিচয় দিলেন পন্থ। সমাজমাধ্যমে ভক্তদের সঙ্গে একটি ভিডিয়ো ভাগ করে নিয়েছেন পন্থ। তাতে দেখা যাচ্ছে, ২৭ বছরের ক্রিকেটার তিরন্দাজিতে মগ্ন। শুধু তাই নয়, প্রথম তিরটিই তিনি মেরেছেন ‘বুলস আই’-এ। নিজের তিরন্দাজি দক্ষতায় উচ্ছ্বসিত পন্থ ভিডিয়োর সঙ্গে লিখেছেন, ‘‘বুলস আই, প্রথম চেষ্টা হিসাবে খারাপ নয়।’’ সঙ্গে দিয়েছেন উচ্ছ্বাসের ইমোজি। নিজের সুস্থতা নিয়েও বার্তা দিয়েছেন ওই ভিডিয়োয়। পন্থ লিখেছেন, ‘‘আমি একটা কোণে আটকে ছিলাম। কিন্তু দুর্দান্ত ভাবে সেখান থেকে বেরিয়ে এসেছি।’’ বুঝিয়ে দিয়েছেন, তিনি এখন ফিট। ক্রিকেটে ফেরার অপেক্ষায় রয়েছেন।
গত ইংল্যান্ড সফরে চতুর্থ টেস্টে ক্রিস ওকসের বলে পায়ে চোট পেয়েছিলেন পন্থ। আহত পা নিয়েই দলের স্বার্থে সেই টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিলেন। তার পর থেকে মাঠের বাইরে তিনি। ইংল্যান্ডে চিকিৎসা করিয়েছেন। বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাব পর্বের পর এখন তিনি প্রায় ম্যাচ ফিট। কয়েক দিনের মধ্যেই তাঁকে ফিট ঘোষণা করতে পারেন বিসিসিআইয়ের চিকিৎসকেরা।