চলতি বছর রুতুরাজ গায়কোয়াড় আইপিএল থেকে ছিটকে যাওয়ার পরে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব সামলেছেন মহেন্দ্র সিংহ ধোনি। আগামী বছরও কি আইপিএল খেলবেন তিনি? আগামী বছরও কি চেন্নাই সুপার কিংসের অধিনায়ক থাকবেন ধোনিই? এ বারই তার ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি। ধোনি জানিয়েছেন, এখন থেকেই পরের মরসুমের দল গড়ার কাজ শুরু করে দিয়েছেন তাঁরা। তবে কি পরের বারও হলুদ জার্সিতে দেখা যাবে ধোনিকে?
এ বার প্রথম দল হিসাবে আইপিএলের প্লে-অফের লড়াই থেকে বিদায় নিয়েছে চেন্নাই। তার পরে বেশ কয়েক জন ক্রিকেটার দলে নিয়েছে তারা। ধোনি আগেই জানিয়েছিলেন, পরের মরসুমের কথা মাথায় রাখছেন তাঁরা। সেই কথাই আরও এক বার বললেন তিনি। ধোনি বলেন, “আমরা ইতিমধ্যেই পরের বারের দল গোছাতে শুরু করে দিয়েছি।” যেখানে যেখানে এ বার সমস্যা হয়েছে, সেই ফাঁক ভরাট করার কাজ করছেন তাঁরা। ধোনি বলেন, “ব্যাটিংয়ে আমাদের আরও সপ্রতিভ হতে হবে। গত কয়েকটা ম্যাচে সেটা দেখা গিয়েছে। আমরা আগামী দিনে এ ভাবেই এগোতে চাই।” সেই লক্ষ্যেই আয়ুষ মাত্রে, উর্বিল পটেল, ডেওয়াল্ড ব্রেভিসের মতো ব্যাটারকে সই করিয়েছে চেন্নাই। তাঁরা নজরও কেড়েছেন।
নতুন বল সমস্যায় ফেলেছে চেন্নাইকে। সে কথাও উঠে এসেছে ধোনির মুখে। তিনি বলেন, “আমাদের বোলারেরা রান দিয়েছে। পাওয়ার প্লে-তে আরও এক জন বোলার থাকলে ভাল হত। পাওয়ার প্লে-র পরে আমরা ভাল বল করেছি। কিন্তু পাওয়ার প্লে-তেই পিছিয়ে গিয়েছি। সেই দিকটাও আমরা নজরে রাখছি।”
আরও পড়ুন:
প্লে-অফের আশা শেষ হয়ে যাওয়ার পরেই এই মরসুমের কথা আর মাথায় রাখেননি ধোনিরা। পরের বারের চিন্তা শুরু করেছেন। ধোনি বলেন, “যে দিন আমরা প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছি তার পরের দিন থেকে আগামী বছরের পরিকল্পনা শুরু করেছি। আমরা উত্তর খোঁজার চেষ্টা করেছি। দলের ভারসাম্য ঠিক করার চেষ্টা করেছি। আগামী বছর আমাদের প্রথম একাদশ কী হতে পারে সেটা ঠিক করার দিকে নজর দিয়েছি।” ধোনির এই কথা থেকে পরিষ্কার, তাঁর মাথায় আগামী বছরের পরিকল্পনা রয়েছে। তবে কি আগামী বছরও হলুদ জার্সিতেই ধোনি খেলবেন? সেই জল্পনা শুরু হয়েছে।”