আইপিএলের বিভিন্ন দলে রয়েছেন ‘স্কাউট’। যাঁদের কাজ সারা বছর দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে দলের জন্য প্রতিভাবান ক্রিকেটার খুঁজে নিয়ে আসা। প্রয়োজনীয় ক্রিকেটারের খোঁজে জেলা স্তরের ছোটখাট প্রতিযোগিতাও তাঁরা দেখতে যান অনেক সময়।
ব্যতিক্রম নয় চেন্নাই সুপার কিংসও। তাদের ‘স্কাউট’রাও দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে নতুন নতুন প্রতিভাবান ক্রিকেটারের সন্ধান দেন চেন্নাই কর্তৃপক্ষকে। আইপিএলের গত নিলামের আগেও বেশ কয়েক জন তরুণ ক্রিকেটারের নাম সুপারিশ করেছিলেন। সেই তালিকায় ছিল প্রিয়াংশ আর্যের নাম। অতীতে যেমন তাঁদের তালিকায় ছিল বরুণ চক্রবর্তী, সাই সুদর্শনের নাম। সূত্রের খবর, চেন্নাই কর্তৃপক্ষ সেই তালিকাকে গুরুত্ব দেননি। চেন্নাই কর্তৃপক্ষ গুরুত্ব দেন দীপক হুডা, বিজয় শঙ্কর, রাহুল ত্রিপাঠিদের উপর। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে এমনই দাবি করেছে। সিএসকের একটি সূত্র এই খবর জানিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, পঞ্জাবের হয়ে আইপিএলে নজর কাড়ছেন প্রিয়াংশ। এখনও পর্যন্ত ১০টি ম্যাচ খেলে ৩৪৬ রান করেছেন। তরুণ ক্রিকেটারের স্ট্রাইক রেট ১৯৬।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
কয়েক দিন আগে চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং স্বীকার করে নিয়েছিলেন, নিলামে তাঁরা ঠিক মতো দল তৈরি করতে পারেননি। তাঁদের ক্রিকেটার বাছাইয়ে কিছু ভুল হয়েছে। মেনে নেন তাঁদের পরিকল্পনায় গলদ ছিল। দলের ‘স্কাউট’দের পরামর্শ শুনলে হয়তো প্রতিযোগিতার মাঝে এসে ফ্লেমিংকে এমন আক্ষেপ করতে হত না। গত ম্যাচে পঞ্জাবের কাছে হেরে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে চেন্নাই। এই প্রথম পর পর দু’টি মরসুমে আইপিএলের প্লে-অফে উঠতে পারলেন না ধোনিরা।