Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Virat Kohli

Virat kohli: ব্যাট হাতে আরও ভয়ঙ্কর হতে পারেন ‘নতুন’ কোহলী, মনে করেন স্টেন

দু’বছরের উপর আন্তর্জাতিক ক্রিকেটে শতরান নেই কোহলীর। খুব তাড়াতাড়ি তিনি বড় রানে ফিরবেন বলে আশা স্টেনের।

কোহলীকে নিয়ে কেন এমন বললেন স্টেন

কোহলীকে নিয়ে কেন এমন বললেন স্টেন ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২২ ১৭:০৬
Share: Save:

ভারতীয় ক্রিকেটের তিন ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়ার পরে ব্যাট হাতে বিরাট কোহলী আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন জোরে বোলার ডেল স্টেন

এক টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে স্টেন বলেন, ‘‘অধিনায়ক মানে আপনি একটি দলের অভিভাবক। সেখানে সবার সমস্যার দিকে নজর রাখতে হয় আপনাকে। ম্যানেজমেন্টের সঙ্গে বসে পরিকল্পনা করতে হয়। তাতে অনেক সময় লাগে। ফলে নিজের ব্যাটিংয়ের দিকে মন দেওয়ার সময় কমে যায়। আমার মনে হয় কোহলীর ক্ষেত্রেও সেটাই হয়েছিল। কিন্তু এখন আর সেই সমস্যা নেই। এখন শুধু ব্যাটিংয়ের দিকেও নজর দিতে পারবে ও। তাতে কোহলী আরও ভয়ঙ্কর ব্যাটার হয়ে উঠতে পারে।’’

দু’বছরের উপর আন্তর্জাতিক ক্রিকেটে শতরান নেই কোহলীর। খুব তাড়াতাড়ি তিনি বড় রানে ফিরবেন বলে আশা স্টেনের। তিনি বলেন, ‘‘কোহলী বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার। এই ধরনের ক্রিকেটারকে বেশি দিন থামিয়ে রাখা য়ায় না। হয়তো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচেই শতরান করতে পারে কোহলী।’’

অধিনায়কত্ব ছাড়লেও এখনও ক্রিকেটকে কোহলীর অনেক কিছু দেওয়ার আছে বলে মনে করেন স্টেন। তার প্রধান কারণ ফিটনেস। তিনি বলেন, ‘‘কোহলী এখনও অনেক দিন ক্রিকেট খেলবেন। তার ফলে আগামী দিনে অনেক ভাল ইনিংস আমরা দেখতে পাব। ক্রিকেটকে ওর এখনও অনেক কিছু দেওয়ার আছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Virat Kohli Dale Steyn india cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE