ভারতীয় ক্রিকেটের তিন ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়ার পরে ব্যাট হাতে বিরাট কোহলী আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন জোরে বোলার ডেল স্টেন।
এক টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে স্টেন বলেন, ‘‘অধিনায়ক মানে আপনি একটি দলের অভিভাবক। সেখানে সবার সমস্যার দিকে নজর রাখতে হয় আপনাকে। ম্যানেজমেন্টের সঙ্গে বসে পরিকল্পনা করতে হয়। তাতে অনেক সময় লাগে। ফলে নিজের ব্যাটিংয়ের দিকে মন দেওয়ার সময় কমে যায়। আমার মনে হয় কোহলীর ক্ষেত্রেও সেটাই হয়েছিল। কিন্তু এখন আর সেই সমস্যা নেই। এখন শুধু ব্যাটিংয়ের দিকেও নজর দিতে পারবে ও। তাতে কোহলী আরও ভয়ঙ্কর ব্যাটার হয়ে উঠতে পারে।’’