ক্রিকেটাররা খেলতে নেমেছেন। কিন্তু পরনে শার্ট-প্যান্টের জায়গায় ধুতি-পাঞ্জাবি। গলায় রুদ্রাক্ষের মালা। কপালে তিলক কাটা। এমনকি ম্যাচের ধারাভাষ্য করা হচ্ছে সংস্কৃতে। সম্প্রতি এমনই অভিনব ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল মধ্যপ্রদেশের ভোপালে।
মহর্ষি বৈদিক ব্রাহ্মণ সমাজ ও সংস্কৃতি বাঁচাও মঞ্চের তরফে এই ক্রিকেট প্রতিয়োগিতার আয়োজন করা হয়। মহর্ষি মহেশ যোগীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে হয় খেলা। গত বছর প্রথম বার এই ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। বেশ কয়েকটি দল অংশ নেয় টুর্নামেন্টে।