Advertisement
E-Paper

জ্যোতিষী ধোনি! মাহির পরামর্শে গ্রহের প্রতিকার করেন অক্ষর, সাফল্যের কৃতিত্ব দিলেন মাহিকেই

আইপিএলে চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস ম্যাচের আগে মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে নিজের সম্পর্কের কথা বলেছেন অক্ষর পটেল। জানিয়েছেন ধোনির পরামর্শে তিনি উপকৃত হয়েছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৫ ২২:৩৯
Picture of MS Dhoni and Axar Patel

(বাঁ দিকে) মহেন্দ্র সিংহ ধোনি এবং অক্ষর পটেল (ডান দিকে)। —ফাইল চিত্র।

শুধু দক্ষ ক্রিকেটারই নন। ভবিষ্যৎও বলতে পারেন মহেন্দ্র সিংহ ধোনি! জ্যোতিষ জ্ঞানও নাকি রয়েছে ভারতের প্রাক্তন অধিনায়কের। আইপিএলের ম্য়াচে মুখোমুখি হওয়ার আগে মাহিকে নিয়ে অন্য রকম অভিজ্ঞতার কথা শুনিয়েছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর পটেল।

দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ একটি ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেছেন। তাতে তরুণ অক্ষরের সঙ্গে দেখা যাচ্ছে ধোনিকে। সেই ভিডিয়োয় অক্ষর বলেছেন, ‘‘যে ছবিটা আপনারা দেখছেন, সেটার একটা গল্প রয়েছে। আমার গ্রহের অবস্থান সম্পর্কে মাহি ভাই বলছিল। বলেছিল, ‘তোমার গ্রহের যা অবস্থান তাতে হয় তুমি ভাল ফল পাবে না হলে অন্য কিছু ঘটবে। কিছু আচার পালন করলে, প্রতিকার করলে লাভবান হতে পার।’ মাহি ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। ভারতীয় দলের অধিনায়ক থাকার সময় মাহি ভাইয়ের সঙ্গে নিজের ভাবনা-চিন্তা ভাগ করে নিতাম।’’

এখনও ধোনির সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে অক্ষরের। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এবং গত চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর ধোনি তাঁকে মেসেজ করেছিলেন। অক্ষর বলেছেন, ‘‘টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির পর মাহি ভাইয়ের মেসেজ পেয়েছি। ২০২১ সালের বিশ্বকাপের আগে যখন মাহি ভাই মেন্টর হয়েছিলেন, তখনও আলাদা করে কথা বলেছিলাম। নিজের ক্রিকেটীয় মানসিকতা নিয়ে নানা কথা বলেছি বিভিন্ন সময়। মাহি ভাইয়ের সঙ্গে কথা বলার সুফল পাচ্ছি এখন। আমার যা কিছু সাফল্য, তার কৃতিত্ব আসলে মাহি ভাইয়ের। আমার খেলায় যে পরিবর্তন হয়েছে, সেটাও মাহি ভাইয়ের জন্য।’’

আগামী ৫ এপ্রিল আইপিএলের ম্যাচে ধোনির মুখোমুখি হতে হবে অক্ষরকে। এমএ চিদম্বরম স্টেডিয়ামের ২২ গজে লড়াই চেন্নাই সুপার কিংসের সঙ্গে দিল্লি ক্যাপিটালসের। অক্ষরদের বিরুদ্ধে চেন্নাইকে নেতৃত্ব দিতে পারেন ধোনি। কারণ চোটের জন্য অনিশ্চিত চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়।

MS Dhoni Axar Patel CSK DC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy