Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Babar Azam

Babar Azam: সবাইকে খুশি করে দল নির্বাচন সম্ভব নয়, বিতর্কের মুখে জবাব বাবরের

এশিয়া কাপে ভাল ফল নিয়ে আশাবাদী বাবর। সতীর্থদের প্রতি তাঁর আস্থা রয়েছে। বাবর জানিয়েছেন, তাঁর দলের সকলেই ম্যাচ জেতাতে পারেন।

দল নির্বাচন নিয়ে সমালোচনার জবাব দিলেন বাবর।

দল নির্বাচন নিয়ে সমালোচনার জবাব দিলেন বাবর। ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২২ ১৮:৪২
Share: Save:

দল নির্বাচন নিয়ে চলতে থাকা সমালোচনায় গুরুত্ব দিতে নারাজ পাক অধিনায়ক। সকলকে খুশি করে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বলে সাফ জানালেন বাবর আজম। এশিয়া কাপে ভাল ফল নিয়েও আশাবাদী তিনি।

নেদারল্যান্ডস এবং এশিয়া কাপের জন্য পাকিস্তানের দল নির্বাচনের পর থেকেই শুরু হয়েছে সমালোচনা। শাহিনকে দলে রাখা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই সরব। কারও নাম না করে তাঁদের জবাব দিলেন বাবর। পাক অধিনায়ক বলেছেন, ‘‘আমাদের সিদ্ধান্তে সকলে খুশি নাই হতে পারেন। তবু আমাদের পাকিস্তান ক্রিকেটের জন্য সেরা সিদ্ধান্তই নিতে হয়। তরুণরা সুযোগ পেয়েছে। ওরা ব্যর্থ হলে সিদ্ধান্তের সমালোচনা করবেন। আগে থেকেই এত সমালোচনা কেন?’’

এশিয়া কাপে পাকিস্তানের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কতটা? আশাবাদী বাবর মনে করেন, দলে যথেষ্ট ভারসাম্য রয়েছে। তিনি বলেছেন, ‘‘আমাদের হাতে এগারোটা ট্রাম্প কার্ড থাকবে। নিজের দিনে যে কেউ ম্যাচ জেতাতে পারে। বোলার হোক বা ব্যাটার— দলের সকলের উপর আমার আস্থা রয়েছে।’’

শ্রীলঙ্কা সফরে চোট পাওয়া শাহিনকে দলে রাখা নিয়ে বিতর্কও থামছে না। আগেই বাবর জানান, দলের সঙ্গে রেখে শাহিনকে সুস্থ করে তুলতে চান তাঁরা। নেদারল্যান্ডসের বিরুদ্ধে অন্তত একটি ম্যাচে বাঁহাতি জোরে বোলারকে খেলাতে চান। সেই বক্তব্য থেকেও সরে এসেছেন বাবর। পাক অধিনায়ক বলেছেন, ‘‘দলের সঙ্গে থাকলেও নেদারল্যান্ডসের বিরুদ্ধে শাহিনের খেলার সম্ভাবনা নেই। কয়েক দিন পরেই এশিয়া কাপ রয়েছে। তার পরে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। এই দুই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় শাহিনকে সম্পূর্ণ ফিট এবং তরতাজা অবস্থায় পেতে চাই আমরা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE